ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘নমনীয় স্মার্টফোন পর্দার’ দিকে এলজি

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মে ৩, ২০১৩
‘নমনীয় স্মার্টফোন পর্দার’ দিকে এলজি

এবার নমনীয় স্মার্টফোন পর্দা তৈরিতে এগোচ্ছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা এলজি, শীঘ্রই দেখা যাবে তাদের এ পণ্যটি। অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক্স (সিইএস) ২০১৩ প্রদর্শনীতে কোরিয়ান গুরু নমনীয় পর্দার মূল নকশাটি প্রদর্শন করে।



বিশেষজ্ঞরা বিশ্বের খ্যাতনামা সব প্রতিষ্ঠানের নিত্য নতুন পরিকল্পনা আমলে নিয়ে নমনীয় পর্দায় প্রচন্ড আগ্রহের দিকটি দেখতে পায়। শীর্ষ নির্মাতাদের মধ্যে স্যামসাং স্মার্টফোনের জন্য বিশ্বের প্রথম বাণিজ্যিক নমনীয় ওলেড ডিসপ্লে আকস্মিকভাবেই উপনীত করে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী সেরা গ্যালাক্সি নোট থ্রির জন্য ‘অভঙ্গুর ওলেড ডিসপ্লে’ ঠিক হয়েছে। এছাড়া কোরিয়ান নির্মাতা অদম্য প্রতিদ্বন্দী হতে এরইমধ্যে ওলেড প্রযুক্তির টিভি বাজারজাত করছে। নমনীয় পর্দা যা ইলেকট্রো-লুমিনেসেন্সের মূল নীতিতে কাজ করে।  

একই প্রতিযোগিতায় নামছে এলজি তাদের গবেষণা এবং উন্নয়ন কাজকর্মে প্রচন্ড মনোনিবেশ প্রত্যক্ষ হয়।

ওয়াল স্ট্রিট জার্নাল এলজির মোবাইল বাণিজ্যের ভিপি ইয়ুন বো হাইয়ানের বিবৃতি উল্লেখ করে প্রতিবেদনে। বিবৃতি অনুযায়ী এ বছরের শেষে নমনীয় পর্দার ওলেড প্রযুক্তির স্মার্টফোন উপস্থিতির পরিকল্পনা রয়েছে এলজির।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মে ০৩, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।