ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেড় বছর বাদে টুইটার ম্যাক অ্যাপ হালনাগাদ

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, মে ৩, ২০১৩
দেড় বছর বাদে টুইটার ম্যাক অ্যাপ হালনাগাদ

মাইক্রোব্লগিং খ্যাত সামাজিক মাধ্যম টুইটারের মানোন্নয়নে ম্যাক অ্যাপের গুরুত্ব পায়নি শুরু থেকেই। দীর্ঘ ১৮ মাস পর আজ অ্যাপটির গুণগত পরিবর্তন একইসাথে নতুন কিছু ফিচারও এসেছে।

এ কার্যক্রম সম্পর্কে টুইটার জানায়, টুইট কম্পোজারে আধুনিকতা আসায় ব্যবহারকারীরা এখন নতুন অভিজ্ঞতা পাবে।

ম্যাক অ্যাপের পাশাপাশি নতুন ফিচার যেমন রেটিনা ডিসপ্লে, মুহূর্তেই ফটো আপলোড, বিভিন্ন ভাষা সমর্থন এবং নানা ধরনের কিবোর্ড সর্টকাটের ব্যবহার যোগ হয়েছে। অ্যাপলের আইটিউনস থেকে হালনাগাদ ২.২ সংস্করণটি পাওয়া যাবে।

আরও বলা হয় আ্যাপটি সম্পূর্ণভাবে ম্যাকের রেটিনা ডিসপ্লে ব্যবহারের উপযুক্ত তাই পাওয়া যাবে অধিক উজ্জল এবং ঝকঝকা অবয়ব।

উল্লেখ্য, এ যাবত পৃথক সব শর্ত সামনে এনেছে যারা সেই ম্যাক নোটবুক ব্যবহারকারীদের জন্য সেবাটি উপযুক্ত।

টুইটারের সবশেষ এ হালনাগাদে সমস্ত আইকনের গঠন পরিবর্তন হয়েছে। পিক.টুইটার ডট কমে ব্যবহারকারীরা নতুন মাত্রায় ছবি পোষ্ট করার সুবিধা পাচ্ছে। এছাড়া ব্যবহারকারীরা পর্দায় হাতের ডান দিকে ক্যামেরা আইকন সম্পর্কিত বার্তা পাবে। ফলে টুইটের সাথে সহজেই ছবি দেওয়ার পদ্ধতি জেনে নিতে পারে।

তথ্য মতে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ আগের স্থানেই বহাল আছে ব্যবহারকারীরা ম্যাক ডেস্কটপ থেকে ফটো কপি করতে পারবে।

এছাড়া মাল্টি অ্যাকাউন্ট এবং টাইমলাইনের সুবিধাও যোগ হয়েছে।

অ্যাপটি উপভোগে ম্যাক ওএস এক্স ১০.৬ অথবা উপরের ভার্সনগুলো প্রয়োজন হবে। প্রসঙ্গত, ২০১১ সালে টুইটার ম্যাক অ্যাপে আইওএস ৫ যুক্ত করে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ০৩ মে, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।