ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩৫ হাজার ডলার মূল্যের পুরস্কার দিচ্ছে অ্যাপল

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, মে ৬, ২০১৩
৩৫ হাজার ডলার মূল্যের পুরস্কার দিচ্ছে অ্যাপল

পাঁচ হাজার কোটি অ্যাপ ডাউনলোডের লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছে অ্যাপল। অ্যাপ স্টোরের ডাউনলোডের সংখ্যা দ্রুত এগোচ্ছে সেই কাঙ্খিত সংখ্যার দিকে।

ডাউনলোডকারীদের মধ্যে যেজন সেই সংখ্যাটি পূর্ণ করবে সেই হবে সেরা বিজয়ী।

ইতিমধ্যে পুরস্কারের নির্ধারিত অর্থ মূল্য জানিয়েছে অ্যাপল। সেরা বিজয়ী পাবে ১০ হাজার ডলার মূল্যের আইটিউনস গিফট কার্ড। বিজয়ীর পেছনে থাকা পরবর্তী ৫০ জনকে শূণ্য হাতে ফিরতে হবেনা। তারা প্রত্যেকে পাবে ৫০০ ডলার মূল্যের আইটিউনস গিফট কার্ড। যে হিসাব অনুসারে এবারের পুরস্কারের জন্য কোপার্টিনোর এই প্রযুক্তি শিল্পপ্রতিষ্ঠানের বরাদ্দকৃত সর্বমোট অর্থের পরিমাণ ৩৫ হাজার ডলার।

এদিকে অ্যাপলের এ ধরণের কর্মতৎপরতা বিশাল উদারতার দিকটি স্পষ্ট করছে।

অ্যাপলের পূর্বে সম্পন্ন কার্যক্রম যাদের কাছে অজানা তারা অবাকই হবেন এ খবরে। গ্রাহকদের তৃপ্ত করতে আগেও এমন উদ্যোগ নিয়েছে তারা। ২০০৯ সালের এপ্রিলে ১ বিলিয়ন অ্যাপ ডাউনলোডে ১০ হাজার ডলার মূল্যের গিফট কার্ড ঘোষণা করে। একইভাবে ২০১১ সালে জানুয়ারিতে ১০ বিলিয়ন অ্যাপ এবং গত বছরের মার্চে ২৫ বিলিয়ন অ্যাপ ডাউনলোডে সমমূল্যের গিফট ঘোষণা করে। এছাড়া একই গিফট দেওয়া হয় ১০ বিলয়ন আইটিউনস গান ডাউনলোডে।

তাই ভাগ্য পরিবর্তনে আগ্রহীরা বিনামূল্যে অ্যাপ ডাউনলোডের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তবে দ্রুত, কেননা অ্যাপলের ওয়েবসাইট কাউন্টারে গণনা চলছে চরম গতিতে।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, ০৬ মে, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।