ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্রীষ্মের অফারে এক্সবক্স ৩৬০ এবং কিন্যাক্ট

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মে ৭, ২০১৩
গ্রীষ্মের অফারে এক্সবক্স ৩৬০ এবং কিন্যাক্ট

গ্রীষ্মকে উপলক্ষ্যে নিয়ে গেমিং পণ্য নির্মাতারা গেমারদের জন্য আকর্ষণীয় অফার ঘোষণা করতে শুরু করেছে। ইতিমধ্যে অধিক ক্ষমতাসম্পন্ন গ্রাফিক্স কার্ড বাজারে এনেছে জোটাক।

জোটাকের প্রতিনিধিদের দাবি এটি বিশ্বের প্রথম গতিশীল গ্রাফিক্স কার্ড যা গেমারদের অভিজ্ঞতায় সম্পূর্ণ নতুন। একই সময়ে সনিও পিএসথ্রি‘র গেমে আকর্ষনীয় মূল্য হ্রাস করে। এবারে গেমারদের উপভোগ আরো কিছুটা সম্প্রসারিত করছে মাইক্রোসফট।
এক্সবক্স ৩৬০ এবং কিন্যাক্ট গেম কনসোলে গ্রীষ্মকালীন নতুন অফার সহ সেরা কিছু গেমে মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে তারা। তথ্য মতে, তিনটি ভিন্ন প্রকারের কিন্যাক্ট এবং এক্সবক্স ৩৬০’এ থাকছে ভিন্ন ভিন্ন বান্ডেল যেগুলো বর্তমানে কনসোলের দামেই কিনতে পারবে গেমাররা।

প্রতিষ্ঠানের ঘোষণা করা সুপরিচিত ব্লকবাস্টার টাইটেল তালিকায় স্থান পেয়েছে-
অ্যালান ওয়াক, প্যাবল থ্রি, হ্যালো ওয়ারস, ম্যাস ইফেক্ট, ক্র্যাকডাউন টু, গৌ ওয়ানের মতো জনপ্রিয় গেম। আর ক্লাসিক টাইটেল তালিকার মধ্যে রয়েছে কিন্যাক্ট এনিমেল, ড্যান্স সেন্ট্রাল কিন্যাক্ট এক্সবক্স, কিন্যাক্ট স্পোর্টস, ড্যান্স সেন্ট্রাল টু এক্সবক্স।

মূল্য হ্রাসের পর যেগুলোর ভারতীয় মূল্য এখন ৭০০ থেকে ১২০০ রুপির মধ্যে। তাই যেসব গেমপ্রেমীরা এখনও গেমগুলোর মজা নিতে পারেনি তারা এ মুহূর্তের আকর্ষনীয় মূল্যহ্রাসের সুযোগটি চরমভাবে কাজে লাগাতে পারবে।

উল্লেখ্য, এক্সবক্স ৩৬০ এবং কিন্যাক্ট অফার, গেমে মূল্য হ্রাসের অফার জুনের শেষ পর্যন্ত বহাল থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মে ০৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।