ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৮৫০০ টাকায় এলইডি মনিটর

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মে ৭, ২০১৩
৮৫০০ টাকায় এলইডি মনিটর

আসুস ব্র্যান্ডের ‘ভিএস১৯৭টিই’ মডেলের নতুন এলইডি মনিটর এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৮.৫ ইঞ্চি।

বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।

এ মনিটরে স্মার্ট ভিউ প্রযুক্তি থাকায় যে কোনো অবস্থান থেকে দেখার সময় ইমেজের মান এবং রঙ একই রকম প্রদর্শিত হয়। মনিটরটি মার্কারি মুক্ত এবং কম বিদ্যুৎ সাশ্রয়ী। তুলনামূলক কম কার্বন ড্রাই অক্সাইড নির্গমণ করে। এ অর্থে পরিবেশবান্ধব।

স্পষ্ট শব্দ উপভোগে এতে আছে বিল্টইন স্টেরিও স্পিকার। সিøম আকৃতির এ মনিটরে আছে স্মার্ট কন্ট্রাস্ট রেশিও, ১৩৬৬ বাই ৭৬৮  পিক্সেল রেজ্যুলেশন, ৫ মিলি সেকেন্ড রেসপন্স টাইম, ৯০/৭০ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল এবং ডিভিআই-ডি এবং ডি-সাব সিগন্যাল ইনপুট পোর্ট সুবিধা।

এ মুহূর্তে মনিটরের দাম ৮ হাজার ৫০০ টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটি ছাড়াও দেশের কম্পিউটার বাজারগুলোতে এ মনিটর পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ১৭১২ ঘণ্টা, মে ৭, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।