ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গত ২৮ বছরের পৃথিবীপৃষ্ঠ পরিবর্তনের ছবি

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, মে ১৩, ২০১৩
গত ২৮ বছরের পৃথিবীপৃষ্ঠ পরিবর্তনের ছবি

ভূপৃষ্ঠ গত ২৮ বছর ধরে পর্যায়ক্রমে কিভাবে পরিবর্তন হয়ে আসছে তার প্রাণবন্ত কিছু ছবি দেখে নেওয়ার সুযোগ হচ্ছে গুগল আর্থ টিমের প্রকল্পে।

ভূতাত্ত্বিক জরীপ সংস্থা (ইউএসজিএস), টাইম, নাসা’র যৌথ সহযোগিতায় গুগল আর্থ টিম সময়ের সঙ্গে সঙ্গে ভৌগলিক পরিবর্তনের অদ্ভুত সুন্দর কিছু ছবি প্রকাশ করেছে।

তারা বলছে যে মহাজগতের রহস্যময় ও বিষ্ময়কর সব বস্তু সম্পর্কে যাদের জানার প্রবল ইচ্ছা তারা সঠিক সময়ে উপনীত হয়েছে।

গবেষণাকারী প্রতিষ্ঠানগুলোর যৌথ প্রচেষ্টায় সংকলিত জিপফাইলগুলোতে দেখা যাবে পৃথিবীপৃষ্ঠ গত ২৮ বছরে পর্যায়ক্রমে কতটা সুক্ষভাবে বদলাচ্ছে তার চিত্র। এছাড়া ছবিগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত। সুত্র মতে,

কৃতিত্বপূর্ণ এ কাজ সুসম্পন্ন করতে ১০ লক্ষাধিক স্যাটালাইট ছবির মাধ্যমে ৯০০ টেরাবাইট ডাটা সংগ্রহ করা হয়। এরপর বাছাইকৃত ছবিগুলো কার্নেগী মেলন ইউনিভার্সিটির ক্রিয়েট ল্যাবে ব্রাউজার উপযোগী করে প্রস্তত করা হয়। এরুপ আরো কিছু ছবি পেতে উৎসুকদের গুগলের অফিসিয়াল আর্থ ইঞ্জিন পেজ ভিজিট করতে হবে। এছাড়া এ পকল্পের বিশদ তথ্য জানা যাবে টাইম ম্যাগাজিনে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, মে ১৩, ২০১৩  


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।