ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৭০ হাজারে টাচস্ক্রিন ল্যাপটপ

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মে ২১, ২০১৩
৭০ হাজারে টাচস্ক্রিন ল্যাপটপ

বিশ্বের সুপরিচিত ডেল ব্র্যান্ডের ইন্সপায়রন ১৪আর (৫৪২১) মডেলের টাচ ল্যাপটপ এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে।

বিপণন সূত্র স্মার্ট টেকনোলজিস বিডি এ তথ্য দিয়েছে।

ইনটেল থার্ড জেনারেশন কোরআই ফাইভ ৩৩৩৭ইউ প্রসেসরযুক্ত এ ল্যাপটপে আছে ৪ গিগাবাইট ডিডিআরথ্রি (জধস), ৭৫০ গিগাবাইট হার্ডডিস্ক, ট্রে লোড ডিভিডি ড্রাইভ, এইচডি ওয়েবক্যাম, ল্যান, ব্লুটুথ ৪.০ এবং স্টেরিও স্পিকার ছাড়াও অন্য সব সুবিধা।

পুরোপুরি টাচ প্রযুক্তির এ ল্যাপটপে আছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। এ মুহূর্তে ডেল ব্র্যান্ডের অরিজিনাল ক্যারি কেসসহ এ ল্যাপটপের দাম ৭০ হাজার টাকা। ঢাকার আগারগাঁওস্থ কম্পিউটার মার্কেট ছাড়াও দেশের বিভিন্ন কম্পিউটার বাজারে এ ল্যাপটপ পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ১৭৩৯ ঘণ্টা, মে ২১, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।