ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্যাংকিংয়ে আইসিটির ব্যবহার শীর্ষক সেমিনার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, মে ২৩, ২০১৩
ব্যাংকিংয়ে আইসিটির ব্যবহার শীর্ষক সেমিনার

শনিবার ২৫ মে ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানজেমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘একুশ শতকের ব্যাংকিংয়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনার।

বিআইবিএম এবং সিটিও ফোরাম বাংলাদেশের যৌথ আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (এবিবি) বাংলাদেশের চেয়ারম্যান ও এনসিসি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বিআইবিএম নির্বাহী পরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী এবং সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার।

আলোচ্য সেমিনারের বিষয়বস্তুর ওপর গবেষণাপত্র উপস্থাপন করবেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ এসটিভ রাইডার, অজয় ঝা এবং সিসকো সিস্টেমসের সহ-সভাপতি কৌশিক নাথ। এ সেমিনারে বাংলাদেশের ব্যাংকিং খাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করা হবে বলে আয়োজক সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময় ২১৫৯ ঘণ্টা, মে ২৩, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।