ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল স্মার্টফোন ‘জি প্রো’ আসছে জুলাইয়ে

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুন ১, ২০১৩
গুগল স্মার্টফোন ‘জি প্রো’ আসছে জুলাইয়ে

আলোচ্য বছরেই স্মার্টফোন নিয়ে বিশ্ব উন্মাদনায় মাঠে নামছে গুগল। তবে গুগল সরাসরি হ্যান্ডসেট তৈরি করছে না।

সফটওয়্যার সলিউশন দিচ্ছে গুগল। আর হার্ডওয়্যারের কাজটি সারবে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত প্রযুক্তিনির্মাতা এলজি। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

এ উদ্যোগের ধারাবাহিকতায় স্মার্টফোন এলজি গুগল নেক্সাস ৪ আর এলজি অপটিমাস জি আগেই বাজিমাত করেছে। এখন অপেক্ষা তাই জুলাই মাসে আসন্ন ‘অপটিমাস জি প্রো’ মডেল নিয়ে।

এ মডেলের বৈশিষ্ট্য ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, পর্দার রেজ্যুলেশন ১০৮০ বাই ১৯২০ পিক্সেল এবং প্রতি ইঞ্চিতে ৪০০ পিক্সেল ডিসপ্লে নিশ্চিত হবে। আছে ১৬ জিবি মেমোরি। আর স্টোরেজ বাড়াতে আছে মাইক্রোএসডি সøট।

এ ছাড়াও গতি আর মাল্টিটাস্কিং নিশ্চিতে আছে ২ জিবি (জঅগ), কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬০০ কোয়াডকোরের ১.৭ গিগাহার্টজ প্রসেসর, ব্যাটারি ক্ষমতায় আছে ৩১৪০ এমএএইচ ব্যাটারি। এ ব্যাটারি চার্জ হবে তারহীন পদ্ধতিতে। একে ‘কিউআই’ স্ট্যান্ডার্ড বলে।

বাংলাদেশ সময় ১৯০৯ ঘণ্টা, জুন ১, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।