ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কেবল টিভি দর্শক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুন ৮, ২০১৩
কেবল টিভি দর্শক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা: বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম শুক্রবার নবম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে শুক্রবার রাতে রংপুর প্রেসক্লাব মিলানায়তনে রংপুর কমিটির উদ্যোগে কেক কাটা ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এ কে এম ফজলুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন মুন্না, রংপুর জেলা সভাপতি আব্দুস সহিদ মন্টু, মহাসচিব রশিদ বাবু, দৈনিক যুগান্তরের রংপুর বুরো প্রধান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব রহমান হাবু, বাংলানিউজরটায়েন্টিফোর.কমের সাজ্জাদ হোসেন বাপ্পী, বাংলাভিশন টিভির জয়নাল আবেদীন, বিটিভির রংপুর প্রতিনিধি আলী আশরাফ, ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- জিটিভির রংপুর প্রতিনিধি ওয়াদুদ আলী, এটিএনের মাহবুবুল ইসলাম, বৈশাখী টিভির আফতাব হোসেন, মাছরাঙ্গা টিভির রফিক সরকার, জনকন্ঠের মানিক সরকার মানিক, দৈনিক যুগের আলোর বার্তা সম্পাদক নজরুল মৃধা, সিটি রিপোর্টার্স ক্লাবের সভাপতি শরিফুজ্জামান রিপন, আরটিভির জাহাঙ্গীর আলম বাদল, মোহনা টিভির শফিক, একাত্তর টিভির বায়েজীদ আহম্মেদ, এসএ টিভির বাবু, রংপুর কেবল নেটওয়ার্কের চেয়ারম্যান সোহরাব হোসেন মামুন, পিভিএন নেটওয়ার্কের আবু বক্করসহ রংপুরের বিভিন্ন  ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে প্রচারিত চ্যানেলগুলো দর্শকদের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। তবে এই দর্শকদের ধরে রাখতে আরও মানসম্পন্ন অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ব্যবস্থা করতে হবে। সংবাদ বিঞ্জপ্তিতে জানানো হয়- পাশ্ববর্তী দেশগুলোতে এসব অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানান বক্তারা।

বাংলাদেশ সময় : ১৮০৭ ঘণ্টা, জুন ০৮, ২০১৩
পিআর/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।