ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন আরও ৫ টি ভাষা গুগল ট্রান্সলেটরে

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, জুন ১২, ২০১৩
নতুন আরও ৫ টি ভাষা গুগল ট্রান্সলেটরে

‘গুগল ট্রান্সলেটর’ সার্চ জায়ান্টের অনলাইন অনুবাদ সেবা। নতুন করে আরও ৫ টি ভাষা যোগ হয়েছে সেবাটিতে।

ভারতীয় জনগোষ্ঠীর মধ্যে ৭ কোটি ৫০ হাজার মানুষের ভাষা মারাঠী যা এখন পর্যন্ত গুগল ট্রান্সলেটে ছিলনা। কিন্তু নতুন সংস্করণে মারাঠী ভাষাসহ আরও ৫ টি বিদেশি ভাষা ‘বসনিয়ান, চেবুয়ানো, জাভানিস এবং হমোঙ্গ’ যোগ করা হয়েছে।

অবশ্য হিন্দি ভাষা যা গুগল শুরুর দিক থেকেই রেখেছে। ভাষাগত দিক থেকে মারাঠী আর হিন্দি অনেকটা একরকম। এছাড়া ভারতীয়দের বিভিন্ন ভাষার মধ্যে ইতিমধ্যে বাংলা, গুজরাটি, তামিল, কন্নড, তেলুগু, উর্দূর মত ভাষা সমর্থন করছে গুগল ট্রান্সলেটর। সেবাটির নতুন সংস্করণের ওয়েব পেজে অথবা মোবাইল এবং ট্যাবলেটে অ্যাপস ব্যবহার করে মারাঠীর অনুবাদ সংক্রান্ত কাজ করা যাবে।

উল্লেখ্য, ভাষান্তর সমর্থন করে যেহেতু তাই ব্যবহারকারীরা চাইলে উচ্চারণগতভাবে ইংলিশের অনুরুপ করলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মারাঠী ভাষায় রুপান্তর হবে। কিন্তু বর্তমানে ভাষার শোনার ফাঙ্কশনটি পাচ্ছেনা মরাঠী ভাষাভাষীরা।

বাংলাদেশ সময়: ঘণ্টা, জুন ১২, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।