ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বারকিনা ফাসো রাষ্ট্রদূতের ডিআইআইটি পরিদর্শন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৩
বারকিনা ফাসো রাষ্ট্রদূতের ডিআইআইটি পরিদর্শন

ঢাকা: আফ্রিকার দেশ বারকিনা ফাসোর রাষ্ট্রদূত ইদ্রিস রাওয়া ওদ্রাওগো রাজধানীর শুক্রাবাদ এলাকায় অবস্থিত ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ করেন ও ডিআইআইটির অবকাঠামো পরিদর্শন করেন।



এ সময় ডিআইআইটি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, উপপরিচালক মো. শামসুদ্দীন আহম্মদ, শাহনেওয়াজ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআইআইটির বিভিন্ন অবকাঠামো ও শিক্ষার পরিবেশ পরিদর্শন শেষে রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, ডিআইআইটিতে পরিচালিত বিএসসি (অনার্স) ইন-আইটি প্রোগ্রামের পাঠ্যক্রম, পরীক্ষা ও সার্টিফিকেট গ্রিনিচ ইউনিভার্সিটি, ইউকে থেকে পাঠানো হয় এবং বৃটিশ কাউন্সিল  পরীক্ষা গ্রহণ করে।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ২৭, ২১০৩
বিজ্ঞপ্তি/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।