ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১২ হাজারে ডুয়্যাল মনিটর

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, জুলাই ৪, ২০১৩
১২ হাজারে ডুয়্যাল মনিটর

সুপরিচিত এলজির ‘২২ইএন৪৩টি’ মডেলের এলইডি মনিটর এখন দেশে। মূল পর্দা ২১.৫-ইঞ্চি।

বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।

এ মনিটরের বৈশিষ্ট্যের মধ্যে আছে এলইডি ব্যাকলাইট প্যানেল, এইচডি ১০৮০ পিক্সেল সাপোর্ট, সুপার অ্যানার্জি সেভিং এবং ডুয়্যাল ওয়েব। ডুয়্যাল ওয়েব ফিচারের মাধ্যমে মনিটরের ডিসপ্লেটি বিভাজিতভাবে প্রদর্শিত হয়ে সহজেই একই সঙ্গে অনেকগুলো ওয়েব পেজ প্রদর্শন করতে পারে।

বিদ্যুৎ সাশ্রয়ে এতে আছে সুপার অ্যানার্জি সেভিং ফিচার। এ ছাড়া ১৯২০ বাই ১০৮০ পিক্সেল, ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও, রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড, ভিউয়িং অ্যাঙ্গেল ১৭০ ডিগ্রি/১৬০ ডিগ্রি, ডি-সাব পোর্ট এবং ডিভিআই পোর্ট সুবিধা। এ মুহূর্তে দাম ১২ হাজার ৮০০ টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটি ছাড়াও দেশের কম্পিউটার মার্কেটে এ মনিটর পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময় ২২২২ ঘণ্টা, জুলাই ৪, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।