ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রুয়েটে ইশারায় চলতে সক্ষম রোবট উদ্ভাবন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জুলাই ৯, ২০১৩

রাবি: কথা ও ইশারার মাধ্যমে চলতে সক্ষম রোবট উদ্ভাবন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদলী সালাহউদ্দিন ও সৌমিন ইসলাম।
 
বিভাগীয় শিক্ষকদের উদ্যোগে মঙ্গলবার প্রকল্পটি ইলেকট্রিক্যাল বিভাগে প্রদর্শন করা হয়।



উদ্ভাবকরা দাবি করেছেন, বাংলা ভাষায় চলে এ রকম রোবট এই প্রথম। রোবটটিকে বাংলাতে যেকোনো অাদেশ করলে সে অনুযায়ী কাজ করতে সক্ষম। আবার যারা বাক-প্রতিবন্ধী বা কথা বলতে অক্ষম তাদের জন্যেও রোবটটিতে যোগ করা হয়েছে বিশেষ সংবেদনশীল ব্যবস্থা। যার মাধ্যমে রোবটটিকে ইশারা করলেই সে অনুযায়ী কাজ করতে পারবে।

রোবটটিতে ইন্টারনেট সংযোগের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে নিয়ন্ত্রণ করা যাবে বলেও দাবি করেন তারা।

রুয়েটের ইলেকট্রিক্যাল বিভাগের সভাপতি মো. রফিকুল ইসলাম শেখ জানান, এ প্রকল্পটিকে যদি বাণিজ্যিকভাবে উৎপাদন করা যায় তবে বাংলাদেশের বাক-প্রতিবন্ধীদের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ হবে।

প্রদর্শনী অনুষ্ঠানে উপাচার্য ড. মর্ত্তুজা আলী বলেন, ‘‘এটি আসলেই একটি প্রশংসনীয় উদ্যোগ। বাংলা ভাষায় কাজ করতে সক্ষম রোবট আবিষ্কার সত্যিই আমাদের গর্বের বিষয়। ’’

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।