ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

করপোরেট:::

আবারও নকিয়া-অ্যাপল যুদ্ধ তুঙ্গে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০
আবারও নকিয়া-অ্যাপল যুদ্ধ তুঙ্গে

২০০৯ সাল থেকেই অ্যাপলের বিরুদ্ধে নকিয়ার নিজস্ব প্রযুক্তি অবৈধভাবে ব্যবহারের অভিযোগ করে আসছে নকিয়া কর্তৃপক্ষ। এ সূত্রে অ্যাপলের বিরুদ্ধে আবারও প্যাটেন্ট আইন লঙ্ঘন করায় মামলা করেছে নকিয়া।

তাদের দাবি, অ্যাপল পণ্যে কলার আইডি, টাচ্ ইন্টারফেস এবং ডিসপ্লেসহ নকিয়ার ১৩টি প্রযুক্তি অবৈধভাবে ব্যবহার করা হয়েছে।

নকিয়ার এবারের মামলার বিষয়ে অ্যাপল সূত্র এখনও কোনো মন্তব্য করেনি। তবে এর আগে অ্যাপলের বিরুদ্ধে নকিয়া যতবার এমন অভিযোগ করেছে, অ্যাপল তা অস্বীকার করেছে।

উল্লেখ্য, এনিয়ে নকিয়া অ্যাপলের বিরুদ্ধে চতুর্থবার মামলা করেছে। অ্যাপলের বিরুদ্ধে তাদের প্রথম মামলটি হয় ২০০৯ সালের অক্টোবরে। অ্যাপল পণ্যে প্রায় ১০টি কারিগরি প্রযুক্তি অবৈধভাবে নকল করে ব্যবহারের কারণে নকিয়া এ মামলা করে। এরপর নকিয়ার থ্রিজি ও ওয়াইফাই প্রযুক্তি অবৈধভাবে ব্যবহারের কারণে দ্বিতীয় মামলাটি হয়। আর তৃতীয় মামলাটি হয় চলতি বছরের সেপ্টেম্বরে। এসময় অ্যাপলের বিরুদ্ধে নকিয়ার ৯টি কারিগরি প্রযুক্তি অবৈধভাবে ব্যবহারের অভিযোগ উঠে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।