ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রবি-বিআইসিএল ও টমেটো ওয়েব চুক্তি

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৩
রবি-বিআইসিএল ও টমেটো ওয়েব চুক্তি

অবকাঠামো ভাগাভাগির জন্য মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি লিমিটেড (বিআইসিএল) এবং দেশব্যাপী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার টমেটো ওয়েব একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে।

বিআইসিএল এর করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষর করেন রবির চিফ মার্কেট অফিসার প্রদীপ শ্রীবাস্তব, বিআইসিএল এর হেড অব ফিন্যান্স ফারুক আহমেদ ও টমেটো ওয়েবের পরিচালক মোহাম্মদ আরিফ হোসেন খান।



সামনের দিনগুলোতে রবি, বিআইসিএল ও টমেটো ওয়েব আরও অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি করবে। অবকাঠামো ভাগাভাগির ফলে টমোটো ওয়েব আরও কার্যকর ও দ্রুততার সঙ্গে তাদের নেটওয়ার্ক বিস্তৃত করতে পারবে।

ফলে যোগাযোগ সেবা হবে সহজলভ্য। এ ছাড়াও গ্রাহকেরা সাশ্রয়ী ও পছন্দ অনুযায়ী সেবা উপভোগ করতে পারবে। এ ছাড়া ব্যয় সঙ্কোচন সুবিধাসহ আরও সক্ষম প্রতিযোগী হয়ে উঠবে রবি ও টমেটো ওয়েব। আর সরকারের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এটি হবে একটি বড় পদক্ষেপ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিআইসিএল’র হেড অব সেলস ও বিজনেস ডেভেলপমেন্ট আহমেদ আরমান সিদ্দিকি, হেড অব হিউম্যান রিসোর্সেস রিজওয়ান হামিদ কুরাইশি এবং শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন টমেটো ওয়েবের ম্যানেজার নেটওয়ার্ক অপারেশন আলমগীর হোসেইন, ম্যানেজার পাওয়ার ডিভিশন রাকিবুল ইসলাম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসিফ রেজওয়ান ও সিস্টেম অ্যাডমিনিস্টেটর আবুল হাসানাত।

বাংলাদেশ সময় ১৭২৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।