ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল আনছে ‘মটো এক্স’ স্মার্টফোন

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৩
গুগল আনছে ‘মটো এক্স’ স্মার্টফোন

বহুল প্রতীক্ষার ইতি টানছে গুগল-মটোরোলা জুটি। এ জুটির প্রথম স্মার্টফোন বাজারে আসছে ১ আগস্ট।

মটো এক্স নামের গুগল ঘরানার এ স্মার্টফোনের প্রথম দর্শন মিলবে নিউ ইয়র্ক শহরে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

এরই মধ্যে ‘মটো এক্স’ শিরোনামে ইমেইলে আমন্ত্রণপত্রও বিতরণ করা হচ্ছে। ২০১২ সালে গুগল নিজস্ব ঘরানার স্মার্টফোন তৈরির উদ্দেশ্য মটোরোলার মোবাইল ইউনিটের স্বত্ব কিনে নেয়। এরপরই মটোরোলা তাদের উদ্ভাবিত প্রথম স্মার্টফোন তৈরির কাজ শুরু করে।

প্রসঙ্গত, ২০১২ সালে গুগল ১ হাজার ২৫০ কোটি ডলারের বিনিময়ে মটোরোলার মোবাইল ইউনিট কিনে নেয়। মিডিয়ায় তখন থেকেই গুগল স্মার্টফোন তৈরির খবর সরব হয়ে ওঠে। অ্যাপল এবং স্যামসাংয়ের একচ্ছত্র স্মার্টফোনের বাজারে গুগল শক্ত প্রতিপক্ষ হয়েই মাঠে নামছে।

এ প্রসঙ্গে গত মে মাসে মটোরোলার সিইও ডেনিস উডসাইড জানান, যুক্তরাষ্ট্রের তৈরি হবে ‘মটো এক্স’ স্মার্টফোন। এ স্মার্ট গ্রাহকদের সব ধরনের চাহিদাই পূরণ করবে। এখানে থাকবে গুগল উদ্ভাবিত সব ধরনের সেবার সহজ এবং সুলব উপস্থিতি।

এখন তাই খুব বেশি দিন হাতে নেই গুগল ভক্তদের অপেক্ষার ক্যালেন্ডারে। এখনই দামের বিষয়ে এখনই কোনো সুনির্দিষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে বাজার বিশ্লেষকেরা বলছেন আইফোন আর গ্যালাক্সি সিরিজের চেয়ে কম দামেই মিলবে গুগল-মটোরোলার যৌথ স্মার্টফোন ‘মটো এক্স’।

বাংলাদেশ সময় ১৭১৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।