ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জিমেইলে এখন বড় পর্দায় কম্পোজ

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৩
জিমেইলে এখন বড় পর্দায় কম্পোজ

জিমেইল ব্যবহারকারীদের চাহিদা অবশেষে পূর্ণ করল সার্চ জায়ান্ট এখন থেকে পুরো পর্দায় ইমেইল কম্পোজ করতে পারবে তারা। সম্প্রতি নতুন ‘কম্পোজ ইমেইল ইন ফুল স্ক্রিন’ ফিচারের ঘোষণা দেয় গুগল।



গুগল জানায়, কম্পোজ ভিত্তিক উন্নয়নের পদক্ষেপটি নেওয়া হয় গত বছরের শুরুতে অক্টোবরে যখন মেইল কম্পোজের নতুন ধরনটি আসে তখন থেকে বহু ব্যবহারকারীরা তাদের প্রতিক্রিয়া জানাতে আরম্ভ করে। তাদের অনেকেরই প্রত্যাশা অপূর্ণই ছিল সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেছে এখন।

উল্লেখ্য, নতুন অপশনটিতে যেতে জিমেইল কম্পোজের উইন্ডোর উপরের ডান পাশের শেষে এক্সপান্ড বাটনে ক্লিক করতে হবে। এছাড়া ফুল স্ক্রিন মোডটি ডিফ্লট হিসেবেও সেট করে নেওয়া যাবে এজন্য কম্পোজ উইন্ডোর নিচের ডান দিকের শেষে দৃশ্যমান মোর অপশন মেন্যুর মাধ্যমে ‘ডিফল্ট টু ফুল স্ক্রিন’ সিলেক্ট করতে হবে। ফলে প্রতিবার কম্পোজে সরাসরি বড় পর্দাটি উপস্থিত হবে।

এটি ইনবক্সের ডান পাশে প্রদর্শিত হবে এছাড়া কম্পোজারে ফরমেটিং বারটিও ডিফল্ট হিসেবে দেওয়া রয়েছে যা ব্যবহারকারীদের ইমেইলে ফরমেটিং কাজগুলো সহজ করবে।
   
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।