ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঈদে ল্যাপটপ কিনেই নিশ্চিত উপহার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৩
ঈদে ল্যাপটপ কিনেই নিশ্চিত উপহার

আসছে ঈদে স্যামসাং ল্যাপটপের সঙ্গে মোটরসাইকেল ছাড়াও নিশ্চিত পুরষ্কার ঘোষণা করা হয়েছে। সূত্র এ তথ্য দিয়েছে।



‘ঈদ মাস্তি’ শিরোনামের এ অফারের আওতায় স্যামসাংয়ের নির্দিষ্ট ৫টি মডেলের যে কোন একটি ক্রয় করলেই ক্রেতারা পাবেন নিশ্চিত স্ক্র্যাচ কার্ড।

এ স্ক্র্যাচ কার্ডের পুরষ্কারের মধ্য আছে মোটরসাইকেল, স্যামসাং গ্যালাক্সি এসফোর, স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড, স্যামসাং এস ডুয়োস, স্যামসাং ই১২০৫ হ্যান্ডসেট এবং ১ হাজার টাকার ক্যাশ ভাউচার।

যেসব মডেলে এ অফার প্রযোজ্য সেগুলো হচ্ছে এনপি৩৫০ই৪এক্স-এ০৫বিডি, এনপি৩৫০ই৪এক্স-এ০২বিডি, এনপি৩৫০ভি৪এক্স-এ০৬বিডি, এনপি৩৫০ভি৪এক্স-এস০১বিডি, এনপি৩৭০আর৪ভি-এ০১বিডি।

আগ্রহীরা ঢাকাস্থ বিসিএস কম্পিউটার সিটি ছাড়াও দেশব্যাপী স্যামসাং ল্যাপটপ বিক্রেতাদের কাছে এ অফার উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ সময় ১৮১৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।