ঢাকা, মঙ্গলবার, ০ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঈদে ক্যানন ক্যামেরায় মূল্যছাড়-কর্মশালা

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৩
ঈদে ক্যানন ক্যামেরায় মূল্যছাড়-কর্মশালা

পুরো একমাস সিয়াম সাধনার পরে সবাই মেতে উঠবেন ঈদ আনন্দে। রমজান আর ঈদের আনন্দের মুহূর্তগুলোকে আজীবনে ধরে রাখতে ক্যামেরার কোনো বিকল্প নেই।

আর এ ঈদে ক্যানন ছবিপ্রেমীদের জন্য অফার ঘোসণা করা হয়েছে। বাংলাদেশে ক্যানন ক্যামেরার পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটস পবিত্র রমজান এবং ঈদে বিভিন্ন মডেলের ক্যামেরার ওপরে দিচ্ছে আকর্ষণীয় মূল্যছাড় আর সুবিধা।

এখন প্রতিটি ক্যানন ক্যামেরার সঙ্গে আছে মেমোরি কার্ড, ক্যামেরা ব্যাগ এবং ১৫ মাসের বিক্রয়োত্তর সেবা। ক্যাননের এসএলআর ক্যামেরা কিনলে ক্যামেরার বিভিন্ন কারিগরি দিক এবং ভালো ছবি তোলার জন্য ক্রেতাদের তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হবে।

ক্যামেরায় ছবি তুলতে আগ্রহীরা ঢাকাস্থ বিসিএস কম্পিউটার সিটির দ্বিতীয় তলায় জেএএন অ্যাসোসিয়েটস থেকে এ অফার গ্রহণ করতে পারবেন। এ ছাড়াও দেশব্যাপী ক্যানন ক্রেতাদের জন্য এ অফার প্রযোজ্য।

বাংলাদেশ সময় ১৮৩৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।