ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৬৮ হাজারে টাচস্ক্রিন নোটবুক

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৩
৬৮ হাজারে টাচস্ক্রিন নোটবুক

নোটবুক ডেল ইন্সপায়রন ‘এন৩৪২১’ মডেল এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল টাচস্কিন পর্দা ১৪ ইঞ্চি।

বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।

তৃতীয় প্রজন্মের স্পর্শক পর্দার এ নোটবুকে আছে ১.৮ গিগাহার্টজ গতির ইন্টেল কোর আই৫-৩৩৩৭ইউ প্রসেসর, এনভিডিয়া জি-ফোর্স জিটি৬২৫ মডেলের গ্রাফিকস, ১৬০০ মেগাহার্টজ গতির ৪ জিবি ডিডিআরথ্রি (জঅগ)।

এ মুহূর্তে দেশের করপোরেট নির্বাহীদের জন্য এটি বেশ সাশ্রয়ী নোটবুক। স্পর্শ পর্দার কারণে গ্রাহকেরা পাচ্ছেন ট্যাবলেট পিসির অভিজ্ঞতা। নোটবুকে ৫০০ জিবি ধারণ ক্ষমতার হার্ডডিস্ক আছে। ফলে তথ্য ধারণে সীমাবদ্ধতা নেই।

কারিগরি বৈশিষ্ট্যেয় এক্সটার্নাল পোর্ট হিসেবে আছে ২টি ইউএসবিথ্রি পোর্ট, ১টি ইউএসবি ওয়ান পোর্ট, ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক কানেক্টর (আরজে৪৫), এসি অ্যাডাপ্টর কানেক্টর, এইট ইন ওয়ান মিডিয়া কার্ড রিডার ও এইচডিএমআই পোর্ট সুবিধা।

এটি ব্যবহারে আছে ব্লুটুথ-৪ প্রযুক্তি এবং ২.৪ জি ডেল ওয়্যালেস কার্ড। এর পুরুত্ব এক ইঞ্চিরও কম। গ্রাফিকস কাজ করলেও নোটবুকের ব্যাকআপ সময় সর্বোচ্চ সাড়ে চার ঘণ্টা।

সঙ্গে আছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। এ মুহূর্তে দাম ৬৮ হাজার ২০০ টাকা। ঢাকার আগারগাওস্থ বিসিএস কম্পিউটার সিটি ছাড়াও দেশব্যাপী বিক্রেতাদের কাছে এ নোটবুক পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ১৭২৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।