ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এ মাসেই স্যামসাং’র সেই ফোল্ডিং ফোন!

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৩
এ মাসেই স্যামসাং’র সেই ফোল্ডিং ফোন!

কোরিয়ান জায়ান্টের একসময়ের বাজার মাতানো সেই ফোল্ডিং ফোনের ফিরে আসার খবরে প্রযুক্তিঅঙ্গন উত্তাল, শোনা যাচ্ছে বিলুপ্ত ফোল্ডিং ফোন জনপ্রিয় গ্যালাক্সি সিরিজে ফিরে আসছে। কয়েকটি প্রতিবেদনে জানানো হয় আগষ্টে ‘গ্যালাক্সি ফোল্ডার ফোন’ প্রকাশ হচ্ছে যার মডেল নাম্বার এসএইচভি-ই৪০০এস বা এসএইচভি-ই৪০০কে।

ফ্লিপ ফোনের নাম আসলেই আগে আসে মটোরোলা রেজার যেহেতু একসময় এটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল তবে তা এখন অতীত। খবর অনুযায়ী, হ্যান্ডসেট ব্যবহারকারীদের যারা এখনও ফোল্ডিং ফোনের আকাঙ্খা করে তারা অ্যান্ডয়েড প্লাটফর্মে স্যামসাং ফ্লিপ ফোনের ভিত্তিহীন খবরে আস্থা রেখে আকর্ষনীয় এবং সুবিধাজনক বৈশিষ্ট্য আশা করতে পারে।

সম্প্রতি কোরিয়ান সাইট ডিডেইলি জানায়, সাউথ কোরিয়ান হ্যান্ডসেট নির্মাতার ফ্লিপ ফোন প্রকাশের সবকিছু প্রস্তত যেটি অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন ক্ষমতার নিউমেরিক কিপ্যাড নিয়ে আসছে প্রথমে প্রতিষ্ঠানের স্থানীয় বাজারে এর আবির্ভ‍াব হবে। স্যামসাং ইলেকট্রনিক্সের একজন কর্মকর্তা আগস্টে প্রকাশের বিষয়সহ এলটিই সমর্থনের কথাও জানিয়েছে বলে নিশ্চিত করে ডিডেইলি।     

একই সময়ে জাপানিস ব্লগিং সাইটে ‘ব্লগ অব মোবাইল’ গ্যালাক্সি ফোল্ডারের বেশকিছু বৈশিষ্ট্য প্রকাশ পায়। একই ধরনের প্রকাশিত তথ্যের মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.২.২ ‘জেলি বিন’ এবং হার্ডওয্যার পরিচালনায় ডুয়্যাল কোর কুয়ালকম স্ন্যাপড্রাগন এসফোর প্রসেসর, পর্দার পিক্সেল সম্ভবত রেজ্যুলেশন ৪৮০ বাই৮০০ যা ডব্লিউভিজিএ প্রযুক্তিতে প্রদর্শিত। এখানেও আগষ্টে প্রকাশের বিষয়টি জোর দেওয়া হয়।

অবশ্য, ফিজিক্যাল কিবোর্ডের পাশাপাশি স্পর্শকপর্দা থাকবে নাকি টাচ-বেজড ইনপুট একেবারে ছেড়ে দেওয়া হবে এটা পরিস্কার নয়।

এছাড়া বিশ্ববাজারে সত্যিই গ্যালাক্সি ফোল্ডারের পুন:বিকাশ ঘটলে বহুদিন পর বর্তমান প্রজন্ম অবিশ্বাস্য অপশনের পণ্যটি উপভোগ করতে পারবে।

তবে প্রত্যক্ষ বিষয় বাস্তবে ফিজিক্যাল কিবোর্ডযুক্ত ফোন কিছু প্রতিষ্ঠানকে প্রত্যাখান করতে দেখা গেছে যার মধ্যে ব্ল্যাকিবেরি প্রকাশিত জেড১০, নকিয়া প্রকাশিত আশা এবং লুমিয়া পণ্য যাদের লক্ষ্যে ছিল ফিজিক্যাল কিপ্যাডের বদলে সম্পূর্ণ টাচ সমর্থনে।

স্যামসাং’র হারিয়ে যাওয়া ফ্লিপ ফোন পুন:স্থান করতে পারবে নাকি বাজার কর্তৃত্ব টাচস্ক্রিনের বাজারে আবারও বিলুপ্তি ঘটবে বিশেষজ্ঞদের ধারণা এটা।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, আগষ্ট ০৩, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।