ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাভিরা ‘ঈদ ভাবনা’ পুরষ্কার বিতরণ

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৩
অ্যাভিরা ‘ঈদ ভাবনা’ পুরষ্কার বিতরণ

অ্যাভিরা ‘ঈদ ভাবনা’ লেখা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন স্মার্ট টেকনোলজিসের মহাব্যবস্থাপক জাফর আহমেদ এবং অ্যাভিরা প্রোডাক্ট ইনচার্জ সাইফুল ইসলাম।



এ প্রতিযোগিতায় বিচারক প্যানেল হিসেবে কাজ করেছেন মাসিক কম্পিউটার জগৎ এর সহকারী সম্পাদক এম এ হক অনু, দৈনিক ইত্তেফাক এর আইসিটি পেজ ইনচার্জ মোজাহেদুল ইসলাম ঢেউ এবং দৈনিক সমকালের আইটি পেজ ইনচার্জ হাসান জাকির।

স্মার্ট টেকনোলজিসের (https://www.facebook.com/SmartTechnologiesBD) এ ফেসবুক ফ্যান পেজে লেখা প্রতিযোগিতায় প্রথম বিজয়ী চাঁদপুরের নুরুন নাহার শিল্পী জিতেছেন নগদ ৭ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী ঢাকার সোবহান শেখ জিতেছেন নগদ ৫ হাজার টাকা, তৃতীয় বিজয়ী যশোরের মনজুরে এলাহী জিতেছেন নগদ ৩ হাজার টাকা।

এ ছাড়াও পরের ৫ জন বিজয়ীর প্রত্যেকে নগদ ১ হাজার টাকা পুরষ্কার জিতেছেন। ভবিষ্যতে ফেসবুকে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্মার্ট টেকনোলজিসের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময় ১৭১৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।