ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪৭ হাজারে অফিসজেট প্রিন্টার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৩
৪৭ হাজারে অফিসজেট প্রিন্টার

এইচপি অফিসজেট প্রো ‘এক্স৪৫১ ডিডব্লিউ’ মডেলের প্রিন্টার এখন দেশেই পাওয়া যাচ্ছে। দেশি বিপণন প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস সূত্র এ তথ্য দিয়েছে।



এ ছাড়াও প্রিন্টারে আছে ৫৫ পিপিএম গতি, ১২০০ বাই ১২০০ ডিপিআই প্রিন্ট রেজ্যুলেশন, ৫১২ মেগাবাইট র‌্যাম, ৭৯২ মেগাহার্টজ প্রসেসর এবং ৫০ হাজার পৃষ্ঠা অবধি মাসিক প্রিন্ট করার সুবিধা।

বাড়তি সুবিধায় আছে ৫০০ শিটের র ইনপুট ট্রে, ৫০ শিটের মাল্টিপারপাস ট্রে, ৫০০ শিটের অপশনাল ট্রে এবং ৩০০ শিটেরর ফেস ডাউন ট্রে।

এ প্রিন্টার দিয়ে প্রায় সব ধরনের প্লেইন পেপার, ফটো পেপার, এনভেলভ, লেভেল, কার্ড, গ্লসি ব্রশিউর, ম্যাট ব্রশিউর, ট্রাই-ফোল্ড ব্রশিউর, গ্রিটিংস কার্ড ছাড়াও বিভিন্ন ধরনের ইঙ্কজেট স্পেশালিটি সম্পন্ন কাগজ প্রিন্ট করা সম্ভব।

পুরো এক বছরের বিক্রয়োত্তর সেবার এ প্রিন্টারের দাম ৪৭ হাজার টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ প্রিন্টার পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ২১১৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর /আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।