ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শুক্রবারে আউটসোর্সিং কর্মশালা

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৩
শুক্রবারে আউটসোর্সিং কর্মশালা

তথ্যপ্রযুক্তি (আইসিটি) জ্ঞান সম্পন্ন যুব সমাজের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্স আউটসোর্সিং। ফ্রিল্যান্স মার্কেট প্লেস সাইটে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে যা ভালভাবে না জানার কারণে অনেকে এখনও সফলভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারছেন না।



তাই আউটসোর্সিংয়ের মাধ্যমে আয় উপযোগী দিনব্যাপী ফ্রিল্যান্সিং কর্মশালার উদ্যোগ নিয়েছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টেকনোবিডি। আগামী ৩০ আগস্ট শুক্রবার এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

এ কর্মশালায় ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কী, কিভাবে শুরু করবেন, কোথায় এ কাজ পাওয়া যায়, কিভাবে কাজ শুরু করতে হয়Ñএসব বিষয়ে আলোচনা করা হবে। ফ্রিল্যান্সিং কর্মশালা পরিচালনা করবেন টেকনোবিডির ব্যবস্থাপনা পরিচালক শাহ ইমরাউল কায়ীশ।

এ ছাড়াও টেকনোবিডিতে আগামী আগস্ট মাস এ ওয়েব ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যানড্রইড আ্যপলিকেশন ডেভেলপমেন্ট বিষয়ে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হচ্ছে। আগ্রহীরা (www.technobdtraining.com) এ সাইটে বিস্তারিত তথ্য পাবেন।

বাংলাদেশ সময় ২১৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর/ এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।