ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে হিটাচি নেটওয়ার্ক প্রজেক্টর

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৩
দেশে হিটাচি নেটওয়ার্ক প্রজেক্টর

বিখ্যাত হিটাচি ব্র্যান্ডের নতুন মডেলের মাল্টিমিডিয়া প্রজেক্টর ‘সিপি-এক্স৪০২২ডব্লিউএন’ এখন দেশেই পাওয়া যাচ্ছে। দেশি প্রযুক্তিপণ্য বিপণনকারী ইউনিক বিজনেস সিস্টেমস এ তথ্য দিয়েছে।



এ প্রজেক্টর আপনার চিন্তা-ভাবনাকে বহুগুণ সুনির্দিষ্ট এবং সুস্পষ্টভাবে উপস্থাপন করতে সাহায্য করবে। এ প্রজেক্টর সহকর্মী, ক্রেতা বা ছাত্র-ছাত্রীদের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারবেন। হিটাচি ‘সিপি-এক্স৪০২২ডব্লিউএন’ মডেলের প্রজেক্টর আপনাকে দিচ্ছে অসাধারণ চিত্রগুণ, ফ্যানের শব্দ হ্রাস, স্থাপিত নিরাপত্তা এবং বহনযোগ্য সুবিধা।

এর লুমেন্স ৪০০০ এএনএসআই, রেজ্যুলেশন এক্সজিএ, কন্ট্রাস্ট রেশিও ৩০০০:১, ল্যাম্প লাইফ ৫ হাজার ঘণ্টা, হাইব্রিড ফিল্টার লাইফ ৫ হাজার ঘণ্টা। ওজন ৪.৬ কেজি। এতে অত্যাধুনিক নেটওয়ারকিং সুবিধা আছে। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ পণ্য পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ২১৪৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর/ এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।