ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি উন্নয়নে বাংলাদেশ-ভারত চুক্তি সই

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৩
আইসিটি উন্নয়নে বাংলাদেশ-ভারত চুক্তি সই

বাংলাদেশ এবং ভারতের মধ্যে তথ্যপ্রযুক্তিনির্ভর বাণিজ্য বৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবে দু দেশের দু প্রতিষ্ঠান সমঝোতা চুক্তি সই করেছে।

বাংলাদেশ সিস্টেম টেকনোলজি এবং ভারতের গেজিলি ইনফরমেশন টেকনোলজির মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়।

এ চুক্তিতে বাংলাদেশ সিস্টেম টেকনোলজির চেয়ারম্যান দেওয়ান সুলতান আহমেদ এবং গেজিলি ইনফরমেশনের উৎপল দাস সই করেন।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট ভারতের কনফেডারেশন্স অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি দল তিন দিনের সফরে ঢাকায় আসেন। ওইদিনই বিসিএস, বেসিস এবং আইবিসিসিআইয়ের যৌথ আয়োজনে ‘বাংলাদেশের তথ্যপ্রযুক্তির উন্নয়ন: সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ এবং অর্ধশতাধিক বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বিটুবি সভায় সরাসরি অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের আইসিটি সচিব নজরুল ইসলাম খান, ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (ইকোনমিক অ্যান্ড প্রজেক্ট) আর. মাসাকুই এবং বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার।

বক্তারা বলেন, এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সহযোগিতা আরও বাড়বে। এ ছাড়াও দু দেশের মধ্যে তথ্যপ্রযুক্তিনির্ভর বাণিজ্য ইতিবাচক পথে এগোবে। এতে দু দেশের বাণিজ্য সম্পর্কোন্নয়ন নিশ্চিত হবে। ভবিষ্যতে দু দেশের আইসিটি প্রতিষ্ঠানগুলো যৌথউদ্যোগে কাজ করতে পারবে।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে আইসিটি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, সহ-সভাপতি মঈনুল ইসলাম, মহাসচিব শাহিদ-উল-মুনীর, কোষাধ্যক্ষ জাবেদুর রহমান শাহীন, পরিচালক ফয়েজউল্যাহ খান, এ টি শফিক উদ্দিন আহমেদ এবং মজিবুর রহমান স্বপন, বেসিস  সভাপতি ফাহিম মাশরুর, জ্যেষ্ঠ সহ-সভাপতি শামীম আহসান, সহ-সভাপতি সৈয়দ আলমাস কবীর, কনফেডারেশন্স অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) পরিচালক মিস অরুনিমা শর্মা, আইবিসিএস প্রাইমেক্স সফটওয়্যারের (বিডি) ব্যবস্থাপনা পরিচালক এস কবীর আহমেদ ছাড়াও ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৮২৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।