ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিআইবিএমটি’তে প্রফেশনাল আউটসোর্সিং কোর্স

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৩

তিনমাস মেয়াদি প্রফেশনাল আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্স শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ইন্সটিটিউট অব বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (বিআইবিএমটি)। তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন কোর্সসহ অনলাইনের স্বাধীন ও জনপ্রিয় এ পেশার উপর ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দিয়ে আসছে বিআইবিএমটি।

ওয়েব ডিজাইন, এসইও এবং গ্রাফিক্স ডিজাইনের মতো ফ্রিল্যান্সিং মার্কেটের বিশেষ বিষয়গুলো দিয়ে সাজানো হয়েছে এবারের কোর্স। তাছাড়া শিক্ষানবিসদের বিড ও কাজ সংগ্রহের সঠিক উপায়, কাজ শেষে বায়ারদের জমা দেওয়া ও অর্জিত টাকা গ্রহণের উপায় এবং মৌলিক বিষয়গুলোতে হাতে কলমে শেখানোর দায়িত্বে থাকছে দক্ষ ও পেশাগত প্রশিক্ষকগণ।

প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠানের পক্ষে সফল প্রশিক্ষণার্থীদের ফ্রিল্যান্সিং কাজে সহায়তা করা হয়। বিস্তারিত জানতে যোগাযোগে- “০১৭৬৬৯২৪৭০০” ।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, আগষ্ট ২৬, ২০১৩
সম্পাদনা: সিজারাজ জাহান মিমি/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।