ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফ্রি স্মার্টফোন দেবে আমাজন!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৩
ফ্রি স্মার্টফোন দেবে আমাজন!

ঢাকা: একেবারে বিনামূল্যে স্মার্টফোন দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রসিদ্ধ অনলাইন রিটেইলার প্রতিষ্ঠান আমাজন.কম। খবরটা অবাক করার মতো।

তবে পণ্য ফ্রি হলেও ব্যবহারিক ফি থেকেই তা ধাপে ধাপে আয় করা হবে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শনিবার এ তথ্য প্রকাশ করেছে। তবে কবে থেকে বিনামূল্যে বিতরণের এ প্রক্রিয়া শুরু হচ্ছে এ ব্যাপারে কিছু জানা যায়নি।

আমাজনের এ উদ্যোগ অ্যাপলের মতো আইফোন বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর কপালে দু:চিন্তার ভাঁজ ফেলতে পারে। আসছে সপ্তাহেই আরও সাশ্রয়ী দামের নতুন আইফোন বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। এ ছাড়া চীনের মতো বৃহৎ স্মার্টফোন বাজার দখলে নেওয়ার নতুন কৌশল নিচ্ছে অ্যাপল।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৩
এইচএ/সাব্বিন হাসান/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।