ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লন্ডনে বাংলাদেশ ই-বাণিজ্য প্রদর্শনী

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৩
লন্ডনে বাংলাদেশ ই-বাণিজ্য প্রদর্শনী

লন্ডনে অনুষ্ঠিত যুক্তরাজ্য-বাংলাদেশ ই-বাণিজ্য প্রদর্শনীর দ্বিতীয় দিন কেটেয়ে। স্থানীয় দ্য মিলেনিয়াম গ্লুচেস্টার হোটেলে আয়োজিত এ প্রদর্শনীর আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ হাই কমিশন লন্ডন ও তথ্যপ্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন কমপিউটার জগৎ।



এ প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ই-সেবা ও পণ্য বিকিকিনি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। কিভাবে লন্ডনে থেকেও বাংলাদেশে স্বজনদের কাছে নিত্যপ্রয়োজনীয় জিনিস উপহার পাঠাবেন এ বিষয়ে জানার আগ্রহ সবচেয়ে বেশি।

এতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আয়োজনে ‘অ্যাবিলিটি অব বাংলাদেশ টু অপারেট এক্সপোর্ট বিজনেস ইউটিলাইজিং ই-কমার্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) রুহুল আমিন সরকারের সভাপতিত্বে সেমিনারে কিনোট উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) সভাপতি আহমাদুল হক।

বক্তব্য রাখেন মেডিকেয়ার ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা ফোরকান হোসেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারে বক্তব্য রাখেন টিম ইঞ্জিন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সামিরা জুবেরি হিমিকা।

এ ছাড়া বেলা ১২টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের আয়োজনে ‘ই-কমার্স ইন বাংলাদেশ: কারেন্ট ট্রেন্ড অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক সেমিনার আয়োজিত হয়। আইসিটি সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সেক্রেটারি জেনারেল রাসেল টি আহমেদ।

অতিথি বক্তা ছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ই-কমার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর মুহাম্মদ ফার্মার।

বিকেলে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে ‘ইমার্জিং ব্যাংকিং সার্ভিস ওপেনিং দ্য হরিজন অব ই-কমার্স ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার আয়োজিত হয়। বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট (ডিজিএম) অহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের জেনারেল ম্যানেজার হুমায়ন কবির।

এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিমার্ক গ্রুপের চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ইকবাল আহমেদ, ওয়ার্ল্ড ব্যাংকের পেমেন্ট সিস্টেম কনসালট্যান্ট জন সি. রুসেল, বিকাশের হেড অব ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট মোবাশ্বেরুর রহমান। এ ছাড়া বক্তব্য রাখেন ওয়েসিস টেকনোলজি ইউকের লিড আর্কিটেক্ট গোলাম রাব্বানী। ৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী এ প্রদর্শনী শেষ হবে।

বাংলাদেশ সময় ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।