ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাসের শেষে লুমিয়া ১৫২০!

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৩
মাসের শেষে লুমিয়া ১৫২০!

লুমিয়া সিরিজে এখন বড় পর্দার ফোন হিসেবে পরিচিত লুমিয়া ৬২৫। সম্প্রতি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ ‘লুমিয়া ১৫২০’ ফ্যাবলেটের বেশকিছু ছবি ফাঁস করায় অচিরেই ৪.৭ ইঞ্চি পর্দার ৬২৫ এর আধিপত্যের দিন ফুরিয়ে আসার কথা উঠছে।

এ মাসের শেষের দিকে উইন্ডোজ ফোন অপারেটিং’র সবশেষ সংস্করণ জেনারেল ডিস্ট্রিবিউশন থ্রি (জিডিআরথ্রি) যুক্ত নতুন লুমিয়ার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সুত্রটি।

এছাড়া সাইটটিতে ছড়িয়ে দেওয়া ছবিগুলোর মধ্যে লক্ষণীয় দিক হল পর্দা। ধারণা অনুযায়ী ৬ ইঞ্চি পর্দা সম্পূর্ণ উচ্চক্ষমতার।

ভার্জের দেওয়া প্রত্যাশিত অন্যান্য তথ্য-পণ্য প্রকাশের পুরো প্রস্ততি শেষ করেছে নকিয়া খুব শীঘ্রই বাজারে দেখা যাবে এটি। উল্লেখ্য, লুমিয়া ১৫২০ এর পাশাপাশি সনির এক্সপেরিয়া ফোনের ছবিও প্রদর্শিত। ব্যান্ডিট কোডনামের পণ্যটি ১০৮০পি পর্দায় উপভোগ্য হবে। হার্ডওয়্যারে থাকবে কুয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর, ২ জিবি র‌্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং মাইক্রোএসডি কার্ড স্লট।

আইপ্যাড মিনি স্টাইলের মতো ন্যানো-সিম ট্রে’তে চলবে ১৫২০ এবং ৫ মেগাপিক্সেল এবং ১৬ মেগাপিক্সেলের ছবি ব্যবহারকারীরা একইসময়ে তুলতে পারবে বলে তথ্য দিয়েছে সুত্রটি।

এদিকে মাইক্রোসফট জিডিআরথ্রি সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য এবং অবমুক্তের দিন জানায়নি তা সত্বেও পণ্যটি নিকটেই এমন আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়:  ০৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।