ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৭ হাজারে হ্যাভিট ট্যাব

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৩
৭ হাজারে হ্যাভিট ট্যাব

হ্যাভিট ব্র্যান্ডের ‘এইচভি টি-৭০৩’ মডেলের অ্যানড্রইড জেলি বিন (৪.১.১) সিস্টেমের ট্যাব দেশে বাজারে এসেছে। দেশি বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।



থ্রিজি মডেম সমর্থিত এ ট্যাবে আছে৭ ইঞ্চি হাই রেজুলেশন ডিসপ্লে, ১.২ গিগাহার্টজ প্রসেসর, ৫১২ এমবি (RAM), ৪ জিবি স্টোরেজ মেমোরি, ফ্রন্ট ও রেয়ার ক্যামেরা, ওয়াইফাই এবং ৩২ জিবি অবধি সমর্থিত মাইক্রো এসডি স্লট।

বডি ফিচারকে সুরক্ষিত রাখতে আছে আকর্ষণীয় ডিজাইনের সেফ গার্ড  (লেদার কাভার)। এ ট্যাবের সঙ্গে থাকছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।

এ মুহূর্তে দাম ৭ হাজার টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ ট্যাব পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময় ২২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।