ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঝিনাইদহে বাংলালায়নের যাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৩
ঝিনাইদহে বাংলালায়নের যাত্রা

ঝিনাইদহ: বাংলালায়ন কমিউনিকেশন্স (বিসিএল) দেশব্যাপী ওয়াইম্যাক্স প্রযুক্তি সম্প্রসারণের অংশ হিসেবে রোববার ঝিনাইদহ শহরে তাদের কার্যক্রম শুরু করেছে।

এ উপলক্ষে দুপুর ২টায় ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।



এতে লিখিত বক্তব্যে বাংলালায়নের ওয়াইম্যাক্স সেবা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন বিসিএল’র চিফ কো-অর্ডিনেশন অফিসার আজহার এইচ চৌধূরী।

এ সময় অন্যান্যের মধ্যে কোম্পানিটির চিফ মার্কেটিং অফিসার জি এম ফারুক, হেড অব সেলস ফয়সাল বিন রাফেক, সিনিয়র ম্যানেজার রিফাত হোসাইন, মিডিয়া ম্যানেজার সৈয়দ নাসিম, খুলনা রিজিওনাল ম্যানেজার জহির উদ্দীন খান ও রিজিওনাল সেলস কো-অর্ডিনেটর সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে দ্রুত নেটওয়ার্ক বিস্তার ও গ্রাহক সংখ্যার বিচারে বিশ্বের তৃতীয় ওয়াইম্যাক্স অপারেটর বাংলালায়ন বলে জানান জি এম ফারুক।

বাংলালায়নের গ্রাহকদের ভালবাসা ও প্রত্যক্ষ সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৩
এসআর/এনএস/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।