ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আয়ের পথে টুইটার

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৩
আয়ের পথে টুইটার

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার অতি সম্প্রতি মোপাব নামের একটি অনলাইন মোবাইল বিজ্ঞাপন কোম্পানি কিনে নেয় ৩৫০ মিলিয়ন ডলারে। যখনই আভাস আসে অর্থনৈতিক অবস্থা পাল্টাতে তারা ব্যস্ত।

কেননা সাত বছর বয়সের জনপ্রিয় এ মাধ্যমটি এখনও আয়ের উৎস সেইভাবে তৈরি করতে সক্ষম হয়নি। এদিকে মোপাব ক্রয়ের কিছুদিন না যেতেই ফেসবুকের মত একই ব্যবসায় নামার ইচ্ছার কথা জানিয়েছে টুইটার।

ফোর্বস ডট কম’র প্রতিবেদনে বলা হয়, মাইক্রোব্লগিং সেবা মাধ্যমটি বিভিন্ন উপায়ে অর্থ উপার্জনের চেষ্টার পর সবশেষে এক টুইটে শেয়ার বাজারে যাওয়ার ঘোষণা দিয়েছে। যাতে ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) এর কাগজপত্র সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেওয়ার বিষয় এবং খুব শীঘ্রই বাকি সব কাজ সম্পন্ন করবে বলে আশার কথা ব্যক্ত করা হয়। তাই শেয়ার ব্যবসা একবার চুড়ান্ত হলেই আগ্রহীরা একদিকে টুইটার-ব্যবসায় অংশীদার হতে পারবে আবার প্রতিষ্ঠানটিরও অর্থনৈতিক অগ্রগতি হবে। তথ্য মতে, গত বছর যুক্তরাষ্ট্রে গৃহীত এসইসি নীতিমালা ‘জবস অ্যাক্টের’ আওতায় উত্থানশীল প্রতিষ্ঠান যাদের বার্ষিক আয় ১ বিলিয়ন ডলারের নিচে তারা নি:সন্দেহে এ ব্যবসায় যুক্ত হতে পারবে।

টুইট বার্তাটি বিবেচনায় দেখা গেছে আর্থিক দিকটি কেবল ওয়েবসাইটটি নিয়ে তাতে খুব আকর্ষনীয় কিছু নেই। তবে অর্জিত অর্থমূল্য প্রতিষ্ঠানের ১০ ডলার বিলিয়নের অধিক অর্থমূল্যে যোগ হবে বলে জানানো হয়।      

বাংলাদেশ সময়: ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৩
জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।