ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে ৫৪ হাজারে আইডিয়া প্যাড

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৩
দেশে ৫৪ হাজারে আইডিয়া প্যাড

সুপরিচিত লেনোভো ব্র্যান্ডের আইডিয়া প্যাড ‘জি৪০০’ মডেলের মাল্টিমিডিয়া ল্যাপটপ এখন দেশে এসেছে। মূল পর্দা ১৪.১ ইঞ্চি।

গ্লোবাল ব্র্যান্ড সূত্র এ তথ্য দিয়েছে।

নিত্যদিনের প্রয়োজনীয় কম্পিউটারনির্ভর কাজ সহজে সম্পাদনে এ বিশেষ আদলের ল্যাপটপে আছে ২.৬ গিগাহার্টজ গতির ইন্টেল কোরআই-৫ প্রসেসর, ১ জিবি ডেডিকেটেড ভিডিও মেমোরির এএমডি রেডিয়ন চিপসেটের গ্রাফিকস, ৪ জিবি (জঅগ) এবং ৫০০ মেগাবাইট হার্ডডিস্ক।

মাল্টিমিডিয়া উপভোগে আছে ডলবি হোম থিয়েটার ফিচারের এইচডি অডিও, বিল্টইন স্পিকার, ডিভিডি রাইটার এবং ওয়েবক্যাম।

এ ছাড়াও বাড়তি সুবিধায় আছে ওয়্যারলেস ল্যান, গিগাবিট ল্যান, মেমোরি কার্ড রিডার, ব্লুটুথ, ৩টি ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট এবং ভিজিএ পোর্ট। এ মুহূর্তে দাম ৫৪ হাজার টাকা। ঢাকার আগারগাওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ পণ্য পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময় ২১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।