ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল প্রদর্শনীতে আসুসের বিশেষ অফার

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১০
ডিজিটাল প্রদর্শনীতে আসুসের বিশেষ অফার

ঢাকার নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান কমপিউটার সিটিতে ২৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘ডিজিটাল আইসিটি’ প্রদর্শনীতে গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড অংশগ্রহণ করছে। এ প্রদর্শনীতে আসুস ব্র্যান্ন্ড তাদের প্রযুক্তিপণ্যের পসরা উপস্থাপন করছে।



উল্লেখ্য, নয় দিনব্যাপী এ প্রদর্শনীর অন্যতম পৃষ্ঠপোষক আসুস। আসুস প্যাভিলিয়নে থাকছে বিভিন্ন মডেলের নিত্যনতুন ল্যাপটপ, ইপিসি নেটবুট, গেমিং পিসি, এলইডি এবং এলসিডি মনিটর।

এ প্রদর্শনীতে আসুস ল্যাপটপ এবং ইপিসি নেটবুকের সঙ্গে থাকছে আকর্ষণীয় জ্যাকেট, পান্ডা অ্যান্টিভাইরাস সফটওয়্যার সিডি, ল্যাপটপ কিনিং পণ্য, অভাবনীয় মূল্যছাড় এবং আকর্ষণীয় উপহার। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন ক্রেতাসাধারণ এ অফারগুলো উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ২০৪২, ডিসেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।