ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৫৯০০ টাকায় থ্রিজি রাউটার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৩
৫৯০০ টাকায় থ্রিজি রাউটার

সুপরিচিত নেটওয়ার্ক পণ্য টিপি লিংক ব্র্যান্ডের ‘এম৫৩৫০’ মডেলের থ্রিজি সিম সমর্থিত পকেট ওয়্যারলেস রাউটার দেশেই পাওয়া যাচ্ছে। বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।



বাসা-বাড়ির সব ধরনের কম্পিউটিং ডিভাইসকে ওয়্যারলেস ইন্টারনেটে যুক্ত করতে সক্ষম টিপি-লিঙ্কের এ ক্ষুদ্রাকৃতির রাউটার। একে সহজেই পকেটের মধ্যে রেখেও বহন করা যায়। এটি সব ধরনের জিএসএম সিম সমর্থন করে।

এতে একসঙ্গে ১০টি ডিভাইসে ১০ জন ব্যবহারকারী ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। এতে আছে ১টি সিম স্লট, মাইক্রোএসডি কার্ড স্লট ও ১টি মাইক্রো-ইউএসবি পোর্ট। এ পোর্টের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব।

একবার পূর্ণ চার্জে ৬ থেকে ৭ ঘণ্টা অবধি ব্যাকআপ পাওয়া যায়। এটি ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সমর্থন করে। সঙ্গে আছে থ্রিজি সিম ছাড়াও ৫ গিগাবাইট অবধি ফ্রি ডাটা।

এ মুহূর্তে দাম ৫ হাজার ৯০০ টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ রাউটার পাওয়া যাবে। পণ্যটি দেশে বিপণন করছে এক্সেল টেকনোলজিস।

বাংলাদেশ সময় ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।