ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২৬৫০ টাকায় পোর্টেবল চার্জার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৩
২৬৫০ টাকায় পোর্টেবল চার্জার

গ্যাডমি ব্রান্ডের উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ার ব্যাংক দেশের বাজারে পাওয়া যাচ্ছে। বিপণন সূত্র স্পিড টেকনোলজিস এ তথ্য দিয়েছে।



অতি সহজেই যেকোনো স্থানে দ্রুত মোবাইল ফোন, ট্যাবলেট, এমপিফোর এবং বহনযোগ্য ডিজিটাল পণ্য সামগ্রী চার্জ করা যাবে। পণ্যগুলো বেশ পাতলা, হালকা আর আধুনিক ডিজাইনের।

এ চার্জার যেকোনো স্মার্টফোন ও ট্যাবলেটকে চার্জ করতে সক্ষম। এ পণ্যগুলোতে উচ্চ ক্ষমতার নিরাপত্তা বৈশিষ্ট্য আছে। এটি শর্ট সার্কিট, অতিরিক্ত চার্জ এবং নিয়ন্ত্রিত চার্জের ক্ষমতা রাখে।

এতে আরও আছে ইন্টিলিজেন্ট ক্যাপাসিটি মনিটরিং সুবিধা। এ মুহূর্তে ৫২০০ এবং ১০,০০০ এমএএইচ ক্ষমতার দুটি মডেল পাওয়া যাচ্ছে। দাম যথাক্রমে ২,৬৫০ এবং ৩, ৮০০ টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ বহনযোগ্য মোবাইল চার্জার পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।