ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

থ্রিজি প্যাকেজে গ্রামীণ-রবি-বাংলালিংক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৩
থ্রিজি প্যাকেজে গ্রামীণ-রবি-বাংলালিংক

ঢাকা: থ্রিজি প্যাকেজের অনুমোদন পেলো দেশের শীর্ষস্থানীয় তিন  মোবাইল ফোন অপারেটর । সম্প্রতি গ্রামীণফোন, রবি ও  বাংলালিংক থ্রিজি প্যাকেজের অনুমোদন পায়।

ফলে গ্রাহক পর্যায়ে থ্রিজি সেবা দিতে আর কোনো বাধা থাকলো না তাদের।

জানা গেছে, ১৫টি নির্দিষ্ট শর্ত ও ইন্টারনেটের ঘোষিত গতির কমপক্ষে ৭০ ভাগ গ্রাহক পর্যায়ে নিশ্চিত করার নির্দেশনা দিয়ে দেশের শীর্ষ তিন মোবাইল ফোন অপারেটরের থ্রিজি প্যাকেজ অনুমোদন করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

সূত্র জানায়, এক এমবিপিএস গতির এক গিগাবাইট ডাটার জন্য ৬শ’ টাকা নির্ধারণ করেছে গ্রামীণফোন, যার মেয়াদ হবে ১৫ দিন। বাংলালিংক ৩০ দিনের জন্য এক এমবিপিএস গতির ১.২৪ গিগাবাইট ডাটার প্যাকেজ নির্ধারণ করেছে ৫শ’ টাকা। এক মাসে এক এমবিপিএস গতিতে দেড় গিগা ডাটার প্যাকেজ রবি নির্ধারণ করেছে ৩৫০ টাকায়।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্যাকেজের কোনো ঘোষণা দেয়নি কোনো অপারেটর প্রতিষ্ঠান।

থ্রিজি ডাটা প্যাকেজে সবচেয়ে বেশি দাম নির্ধারণ করেছে গ্রামীণফোন। তুলনামূলকভাবে টেলিটকের এক মেগাবাইট গতির এক গিগাবাইট ডাট‍া প্যাকেজের খরচ ২৭৫ টাকা।

ডাটা প্যাকেজের বিষয়ে গ্রামীণফোনের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আমরা কেবল বিটিআরসি’র কাছ থেকে থ্রিজি ডাটা বিক্রয়ের অনুমোদন পেয়েছি। আমাদের প্যাকেজগুলোর অনুমোদন পেলেও আনুষ্ঠানিকভাবে এখনও প্যাকেজ ঘোষণা করা হয়নি। বর্তমানে ভোক্তাদের জন্য ডাটা প্যাকেজ নির্ধারণের কাজ চলছে।

তিন অপারেটরের থ্রিজি ট্যারিফ বিস্তারিত-

গ্রামীণফোন
৫১২ কেবিপিএস গতি
৫০০ মেগাবাইট ৫০ টাকা, মেয়াদ ৫ দিন
১ গিগাবাইট ৪০০ টাকা, মেয়াদ ১৫ দিন
১ গিগাবাইট ৪৫০ টাকা, মেয়াদ ৩০ দিন
২ গিগাবাইট ৬৫০ টাকা, মেয়াদ ৩০ দিন
৪ গিগাবাইট ৯০০ টাকা
৫ গিগাবাইট ৯৫০ টাকা
৮০০ কেবিপিএস গতি
১ গিগাবাইট ৫০০ টাকা, মেয়াদ ৩০ দিন
৫ গিগাবাইট এক হাজার টাকা, মেয়াদ ৩০ দিন
১ এমবিপিএস
১ গিগাবাইট ৬০০ টাকা, মেয়াদ ১৫ দিন
২ গিগাবাইট ৮৫০ টাকা, মেয়াদ ৩০ দিন
৩ গিগাবাইট এক হাজার টাকা, মেয়াদ ৩০ দিন
৪ গিগাবাইট এক হাজার ২০০ টাকা, মেয়াদ ৩০ দিন
৫ গিগাবাইট এক হাজার ৩০০ টাকা, মেয়াদ ৩০ দিন
৬ গিগাবাইট এক হাজার ৪০০ টাকা, মেয়াদ ৩০ দিন

রবি আজিয়েটা
গতি ৫১২ কেবিপিএস
২০০ মেগাবাইট ১০০ টাকা, মেয়াদ ৭ দিন
৭৫ মেগাবাইট ৫০ টাকা, মেয়াদ ৩ দিন
৪০ মেগাবাইট ৩০ টাকা, মেয়াদ ১ দিন
গতি ১ এমবিপিএস
৩.৫ গিগাবাইট ১২৫০ টাকা, মেয়াদ ৩০ দিন
১.৫ গিগাবাইট ৫৫০ টাকা, মেয়াদ ৩০ দিন
৭০০ মেগাবাইট ৩০০ টাকা, মেয়াদ ৩০ দিন
৫০০ মেগাবাইট ২০০ টাকা, মেয়াদ ১৫ দিন
৩০০ মেগাবাইট ১৫০ টাকা, মেয়াদ ১৫ দিন   
২৫০ মেগাবাইট ১৩০ টাকা, মেয়াদ ৭ দিন
১৫০ মেগাবাইট ৮০ টাকা, মেয়াদ ৭ দিন
১০০ মেগাবাইট  ৬০ টাকা, মেয়াদ ৩ দিন
৬০ মেগাবাইট ৪০ টাকা,  মেয়াদ ১ দিন
৫০ মেগাবাইট ৪০ টাকা, মেয়াদ ১ ঘণ্টা
২০ মেগাবাইট ২০ টাকা, মেয়াদ ১ ঘণ্টা   
গতি ২ এমবিপিএস
২ গিগাবাইট ৮০০ টাকা, মেয়াদ ৩০ দিন
৬৫০ মেগাবাইট ২৫০ টাকা, মেয়াদ ১৫ দিন
গতি ৪ এমবিপিএস
৫.৫ গিগাবাইট ১৯০০ টাকা, মেয়াদ ৩০ দিন
ভিডিও কল প্রতি ১০ সেকেন্ড ০.৫৫ পয়সা, যুক্ত হবে ১৫ শতাংশ ভ্যাট।


বাংলালিংক
গতি ১ এমবিপিএস
৫০ মেগাবাইট ৫০ টাকা, মেয়াদ ১৫ দিন
১৫০ মেগাবাইট ১৫০ টাকা, মেয়াদ ১৫ দিন
১.২৪ গিগাবাইট ৫০০ টাকা, মেয়াদ ৩০ দিন
২.৪৮ গিগাবাইট ৮৫০ টাকা, মেয়াদ ৩০ দিন
৩.৭৮ গিগাবাইট এক হাজার টাকা, মেয়াদ ৩০ দিন
৪.৯৬ গিগাবাইট এক হাজার ১৫০ টাকা, মেয়াদ ৩০ দিন
৫.১২ গিগাবাইট এক হাজার ৩০০ টাকা, মেয়াদ ৩০ দিন
১০.২৪ গিগাবাইট ২০০০ টাকা, মেয়াদ ৩০ দিন

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৩
আইএইচ/এসএআর/জেডএস/আরআই/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।