ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উপজেলা পর্যায়ে ই-সার্ভিস প্রস্তাব অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৩
উপজেলা পর্যায়ে ই-সার্ভিস প্রস্তাব অনুমোদন

ঢাকা: দেশের উপজেলা পর্যায়ে সরকারি অফিসকে পাবলিক নেটওয়ার্কের আওতায় (ই-সার্ভিস) আনতে এক হাজার ৮৬ কোটি টাকার একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

চায়না এক্সিম ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘ডেভলপমেন্ট অব ন্যাশনাল আসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গর্ভমেন্ট ফেস-২ (ইনফো-সরকার)’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে এ কাজ বাস্তবায়ন করা হবে।

চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশন এ প্রকল্প বায়স্তান করবে।

রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

এ প্রকল্পের আওতায় প্রতি উপজেলায় গড়ে ৩০টি সরকারি অফিস, প্রতি জেলায় ৫৫টি সরকারি অফিস একটি নেটওয়ার্কে যুক্ত হবে ও  ইন্টারনেট সংযোগ পাবে। এছাড়া ৪২১ উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়সহ ৮০০ পয়েন্টে ভিডিও কনফারেসিং ব্যবস্থা স্থাপিত হবে।

নুরুল করীম সাংবাদিকদের জানান, পানি উন্নয়ন বোর্ডের অর্ধীনে পাবনা জেলার সুজানগর উপজেলার গজনার বিলের সংযোগ নদী খনন, সেচ সুবিধা উন্নয়ন ও মৎস্য চাষ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৭২ কোটি ৫৪ লাখ টাকা। কাজটি করবে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল প্লান্ট (বিডিপি) লিমিটেড।

এছাড়াও পানি উন্নয়ন বোর্ডর অধীনে ক্যাপিটাল (পাইলট) ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে যমুনা নদীর ড্রেজিং কাজ করা হবে।

ইতোপূর্বে এর কাজ করেছিল মেসার্স চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি.। দ্বিতীয় বছরের জন্যও একই প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে রক্ষণাবেক্ষণের জন্য। এতে ব্যয় হবে ৪৭ কোটি ৩৪ লাখ টাকা।

এর বাইরে আরও ৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হলো ৩৩ আঞ্চলিক পাসপোর্ট অফিস মেশিন রিডেবল পাসপোর্ট অফিসের যন্ত্রপাতি ক্রয়। এতে ব্যয় হবে ১৩৬ কোটি ৫২ লাখ টাকা। পিডব্লউ-পিডব্লউ ডাটা এজড প্রতিষ্ঠান এ কাজ পায়।

আড়িয়াল খাঁ নদীর ওপরে ও কোচা নদীর ওপর পিসি গার্ডার ব্রিজ নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয় সভায়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৩
এসএআর/এসএটি/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।