ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৫৯০ টাকায় গ্যালাক্সি স্মার্টফোন!

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৩
১৫৯০ টাকায় গ্যালাক্সি স্মার্টফোন!

স্যামসাং অফারে প্রতিদিন ১৫,৯০০ টাকার একটি ব্র্যান্ড নিউ গ্যালাক্সি মিউজিক স্মার্টফোন একজন সৌভাগ্যবান বিজয়ীর কাছে মাত্র ১,৫৯০ টাকায় বিক্রি করা হবে। বাংলাদেশের স্যামসাং সূত্র এ তথ্য দিয়েছে।



এই সুযোগ পেতে প্রতিযোগীকে আসছে ২০ অক্টোবরের মধ্যে ট্রান্সকম মোবাইল ই-স্টোর পেজের (http://transcommobile.com/login/create_account) এ লিঙ্কে নিবন্ধন করতে হবে।

এ ক্যাম্পেইন চলাকালে লটারির মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্য থেকে প্রতিদিন একজন ভাগ্যবান বিজয়ী এ অফারে পেতে থাকবেন একটি করে অ্যানড্রইড মিউজিক ফোন। আর দাম দিতে মাত্র দশ ভাগের এক ভাগ।

২০ অক্টোবর অবধি প্রতিদিনের ভাগ্যবান বিজয়ীকে এসএমএস, ইমেইল এবং ফোন কলের মাধ্যমে এ পুরষ্কারের খবর জানিয়ে দেওয়া হবে। বিজয়ীর শিপিং অ্যাড্রেস অবশ্যই ঢাকার হতে হবে। এ ছাড়াও দশ ভাগের এক ভাগ দামে ফোনটি পেতে খবর পাওয়ার দিনই ফোনটি কিনতে হবে।

বাংলাদেশ সময় ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।