ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪৫ ডলারে নতুন আইফোন ৫সি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৩
৪৫ ডলারে নতুন আইফোন ৫সি!

ঢাকা: প্রত্যাশা অনুযায়ী গ্রাহক টানতে পারছে না অ্যাপলের নতুন আইফোন ৫সি। ফলে বাজারে আসার মাত্র দুই সপ্তাহের মধ্যে দাম কমাতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে মাত্র ৪৫ ডলারে বিক্রি হচ্ছে নতুন এই আইফোনটি। শুরুতে দাম ছিল ৯৯ ডলার।

শুক্রবার থেকে খুচরা বিপণন প্রতিষ্ঠান ওয়ালমার্ট আইফোনটির নতুন এই দাম নির্ধারণ করে। অথচ কিছুদিন আগেও ওয়ালমার্ট আইফোনটি বিক্রি করেছিল ৭৯ ডলারে।

অন্যদিকে আরেকটি মার্কিন ইলেকট্রনিক সামগ্রী বিপণন প্রতিষ্ঠান রেডিওশ্যাক গ্রাহকদের জন্য ২ নভেম্বর থেকে ৫০ ডলারে আইফোন ৫সি বিক্রির ঘোষণা দিয়েছে।

অবশ্য, ৪৫ ডলার বা ৫০ ডলার প্রাথমিকভাবে পরিশোধ করলেও এর নির্ধারিত মূল্য পরিশোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দুই বছরের ক্রয় চুক্তি সম্পন্ন করতে হবে ক্রেতাকে।

আইটি বিশ্লেষকরা বলছেন, যদি ৯৯ ডলার মূল্যমানের আইফোন ৫সি এতো কম দামে বিক্রি হয় তবে সেটা ৫এস’র চেয়েও নিম্নমানের হবে, অর্থাৎ সর্বোচ্চ মানের ৫এস’র মতো কাজ করবে না আইফোন ৫সি।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৩/আপডেট ১০২৮ ঘণ্টা
কেএইচ/এইচএ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।