ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিসিএস এর বার্ষিক সাধারণ সভা ২০১০ অনুষ্ঠিত

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
বিসিএস এর বার্ষিক সাধারণ সভা ২০১০ অনুষ্ঠিত

বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার শের-ই-বাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

বিসিএস সূত্র এ তথ্য জানিয়েছে।

বিসিএস কমপিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন। সংগঠনের সদস্যরা এ সভায় উপস্থিত ছিলেন।
সভার সার্বিক কাজে উপস্থিত ছিলেন বিসিএস সহসভাপতি কাজী আশরাফুল আলম, মহাসচিব মজিবুর রহমান স্বপন, কোষাধ্যক্ষ আক্তারুজ্জামান এবং পরিচালক ইউসুফ আলী শামীম এবং শাহিদ-উল-মুনীর।

সভাপতির অনুরোধে বিসিএস মহাসচিব মজিবুর রহমান স্বপন সভায় সমিতির ২০১০ সালের সাবিৃক কর্মকান্ডের বিবরণী এবং কোষাধ্য আক্তারুজ্জামান গত বছরের নিরীতি আর্থিক প্রতিবেদন এবং আগামী অর্থবছরের জন্য সমিতির বাজেট উপস্থাপন করেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪১২, জানুয়ারি ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।