ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে অপটোমা সিনেমা প্রজেক্টর

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৩
দেশে অপটোমা সিনেমা প্রজেক্টর

অপটোমা ব্র্যান্ডের ‘ইএইচ ৭৭০০’ মডেলের সিনেমা প্রজেক্টর দিয়ে বোর্ড রুম, কনফারেন্স রুম, অডিটরিয়াম, লেকচার এবং সিনেমা দেখায় নতুন অভিজ্ঞতা পাওয়া সম্ভব। বিপণন সূত্র ইউনিক বিজনেস সিস্টেমস এ তথ্য দিয়েছে।



এ প্রজেক্টরের স্বচ্ছ উজ্জলতা, ছবি এবং নির্ভরযোগ্যতা প্রদান করে ব্যবহারকারীর সর্বোচ্চ চাহিদা পূরণ করে। এ প্রজেক্টরের শক্তিশালী ৭০০০ লুমেন্সে উত্পাদিত উজ্জলতার সঙ্গে ৫০০০:১ কনট্রাস্ট অনুপাত এবং প্রফেশনাল গ্রেড চমত্কার রং ছাড়াও জীবন্ত ছবি এবং দৃশ্যপট উপস্থাপন করে।

এ প্রজেক্টরের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সর্বোচ্চ নির্ভরযোগ্যতার জন্য ডুয়াল ল্যাম্প, মেকানিকাল শাটার, ৩৬০ ডিগ্রি অপারেশন, কালার সংমিশ্রন সিস্টেম, ডিমে বেল ল্যাম্প আউটপুট, পছন্দ অনুযায়ী কালার হুইল এবং উচ্চমানের অপশনাল লেন্স। হ্যালো: ০১৭৩০ ০৪৪৪০৫।

বাংলাদেশ সময় ২১২৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।