ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টপ অন টপ :

ফেসবুকের তুলনায় ‘কল অব ডিউটি’ এগিয়ে!

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১১
ফেসবুকের তুলনায় ‘কল অব ডিউটি’ এগিয়ে!

কল অব ডিউটির ব্ল্যাক অপস গেমটি এখন ফেসবুকের চেয়ে জনপ্রিয়। এরই মধ্যে গেমপ্রেমীরা ‘কল অব ডিউটি: ব্ল্যাক অপস’ গেমটির পেছনে ৬০ কোটি ঘণ্টা ব্যয় করেছেন।

অ্যাক্টিভিশন সূত্র এ তথ্য জানিয়েছে।

অনেকেরই ধারণা অনলাইনে সবচেয়ে বেশি সময় ব্যয় করা হয় ফেসবুকে। এ মুহূর্তে অবশ্য অঙ্কের হিসেবে ফেসবুক খানিকটা পিছিয়ে।

অ্যাক্টিভিশন সূত্র মতে, ‘কল অব ডিউটির: ব্ল্যাক অপস’ এখন বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে। পরিসংখ্যানে দেখা যায়, ২ কোটিরও বেশি গেমার অনলাইনে ৬০ কোটিরও বেশি ঘণ্টা কল অব ডিউটির সবশেষ সংস্করণ ‘ব্ল্যাক অপস’ এর পেছনে সময় দিচ্ছে। আর এ রেকর্ড গড়তে সময় লেগেছে মাত্র ৪৫ দিন।

এ মুহূর্তে প্রতি গেমার গড়ে প্রতিদিন ৮৭ মিনিট ধরে কল অব ডিউটি গেমটি উপভোগ করেন। এ তুলনায় ফেসবুক ব্যবহারকারীরা গড়ে প্রতিদিন ৫৫ মিনিট সময় ফেসবুকে ব্যয় করেন।

অন্য সব গেমের সঙ্গে তুলনায় এটি একটি ইতিবাচক পরিসংখ্যান। অ্যাক্টিভিশন সূত্র মতে, হ্যালো রিচ গেমটি প্রকাশের প্রথম সপ্তাহেই ৫ কোটি ঘণ্টা খেলার রেকর্ড গড়ে। আর ৪৫ দিনের খতিয়ানে এ সংখ্যা ৩২ কোটি ৬০ লাখ ঘণ্টা ছাড়িয়ে যায়। এ মুহূর্তে যা ব্ল্যাক অব ডিউটির তুলনায় প্রায় অর্ধেক।

অ্যাক্টিভিশন প্রকাশনার প্রধান নির্বাহী কর্মকর্তা ইরিক হার্সবার্গের ভাষ্যমতে, এ মুহূর্তে সোশ্যাল নেটওয়ার্কের খতিয়ানে ফেসবুকের জনপ্রিয়তা ছাড়িয়ে গেছে কল অব ডিউটি। তাই বিশ্বজুড়ে জনপ্রিয়তার তালিকায় এখন ফেসবুক নয়, কল অব ডিউটির ব্ল্যাক অপস আছে শীর্ষে।

বাংলাদেশ স্থানীয় সময় ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।