ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অফার অন ডিমান্ড :

ল্যাপটপ প্রদর্শনীতে ২৩ হাজার টাকায় নেটবুক

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১
ল্যাপটপ প্রদর্শনীতে ২৩ হাজার টাকায় নেটবুক

বুধবার থেকে ঢাকার হোটেল শেরাটনে শুরু হওয়া ‘কিউবি ল্যাপটপ’ প্রদর্শনীতে অংশ নিচ্ছে আসুস এবং ডেল।

এ দুটি ব্র্যান্ড নতুন কিছু ল্যাপটপ এবং বিশেষ মূল্যছাড়ে পণ্য প্রদর্শন করবে।

সূত্র এ তথ্য জানিয়েছে।

তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে আসুস প্যাভিলিয়নে পাওয়া যাবে নতুন গেমিং ল্যাপটপ জি৫৩জে, ব্যাম্বো সিরিজ ল্যাপটপ ইউ৪৩জেএফ, বিজনেস সিরিজ ল্যাপটপ বি৪৩এফ মডেল ছাড়াও ১২টি ভিন্ন ভিন্ন মডেলের ল্যাপটপ।

ন্যূনতম ৩২ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ২৬ হাজার টাকার মধ্যে আকর্ষণীয় সব ল্যাপটপ পাওয়া যাবে।

আরও থাকছে ৫টি ভিন্ন ভিন্ন মডেলের ন্যূনতম ২৩ হাজার থেকে সর্বোচ্চ ২৬ হাজার টাকার ইপিসি মডেলের নেটবুক। এখানে আসুস ল্যাপটপ এবং ইপিসি নেটবুকের সঙ্গে উপহার থাকছে কিউবি ওয়াইম্যাক্স মডেম, জ্যাকেট, পান্ডা অ্যান্টিভাইরাস সিডি, ল্যাপটপ কিনিং পণ্য এবং বিশেষ মূল্যছাড়।

এছাড়াও গ্লোবাল ব্র্যান্ডের ডেল স্টলে থাকছে ন্যূনতম ৩৮ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার টাকার ৫টি আলাদা মডেলের আকর্ষণীয় ডেল ল্যাপটপ। এর সঙ্গে গ্লোবাল ব্র্যান্ড উপহার দিচ্ছে আকর্ষণীয় টিশার্ট এবং বিশেষ মূল্যছাড়। উল্লেখ্য, এ প্রদর্শনী আগামী ৭ জানুয়ারি পর্যন্ত চলবে।

বাংলাদেশ স্থানীয় সময় ২১০৫, জানুয়ারি ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।