ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অপারেটর ইনবক্স :

প্রিপেইড সংযোগসহ হ্যান্ডসেট অফার করছে এয়ারটেল

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১১
প্রিপেইড সংযোগসহ হ্যান্ডসেট অফার করছে এয়ারটেল

‘নতুন বছরে, নতুন ভাললাগা!’ এমন রিব্র্যান্ডিং প্রচারে এয়ারটেল এখন প্রতিটি প্রিপেইড সংযোগে দিচ্ছে ইনস্ট্যান্ট অফার। এ ধারাবাহিকতায় গ্রাহক আকর্ষণে এয়ারটেল এবার নিয়ে এলো সংযোগসহ হ্যান্ডসেট প্যাকেজ।

এয়ারটেল সূত্র এ তথ্য জানিয়েছে।

এ মুহূর্তে এয়ারটেল প্রতিটি নতুন প্রিপেইড সংযোগে ইনস্ট্যান্ট ৫০০ মিনিট টকটাইম এবং ৫০০টি ফ্রি এসএমএস অফার করছে। এ অফার পেতে হলে প্রথম রিচার্জে ৫০ টাকা বা তার চেয়ে বেশি রিচার্জ করতে হবে। আর এ রিচার্জ করতে হবে সংযোগ চালু হওয়ার ৩০ দিনের মধ্যেই।

এ মুহূর্তে সংযোগসহ হ্যান্ডসেট প্যাকেজ ‘মটোরোলা ডব্লিউএক্স১৬১’ মডেলের দাম ১,২৯৯ টাকা। আর প্রিপেইড সংযোগসহ ‘মটোরোলা ডব্লিউএক্স১৮১’ মডেলের দাম ১,৪৯৯ টাকা।

উল্লেখ্য, সংযোগসহ হ্যান্ডসেট অফার সম্পর্কে জানতে হলে ১২১২ নম্বরে কল করতে হবে। এজন্য বাড়তি কোনো কলরেট চার্জ হবে না।

এ অফারের আগ্রহী গ্রাহকরা বিস্তারিত তথ্য জানতে www.airtel.com এ সাইটে ভিজিট করতে পারবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ০৩১০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।