ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩৬ হাজারে নোটবুক

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
৩৬ হাজারে নোটবুক

আসুস ব্র্যান্ডের ‘এক্স৪৫১সিএ’ মডেলের নতুন ল্যাপটপ দেশে এসেছে। মূল পর্দা ১৪ ইঞ্চি।

বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।

আসুস সনিকমাস্টার অডিও ফিচারের এ নোটবুকে গান, চলচ্চিত্র বা গেমের উচ্চমাত্রার এবং শ্র“তিমধুর শব্দ উপভোগ করা যায়।

কারিগরি বৈশিষ্ট্যেয় আছে ১.৮ গিগাহার্টজ গতির ইন্টেল কোরআইথ্রি প্রসেসর, ৪ জিবি () র‌্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ইন্টেল চিপসেটের গ্রাফিকস, ডিভিডি রাইটার

এ ছাড়াও বিনোদন সংযোগে আছে ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, ওয়েবক্যাম, এইচডিএমআই পোর্ট, ভিজিএ পোর্ট এবং ইউএসবি পোর্ট সুবিধা। সঙ্গে আছে ২ বছরের বিক্রয়োত্তর সেবা। এ মুহূর্তে দাম ৩৬ হাজার ৫০০ টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ নোটবুক পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।