ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে উইকিপিডিয়ার জিরো প্রকল্প চালু

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৩
দেশে উইকিপিডিয়ার জিরো প্রকল্প চালু

ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া (www.wikipedia.org) এখন সারা বিশ্বে জনপ্রিয়। ২৮৫টি ভাষায় থাকা উইকিপিডিয়া সহজে সাধারণ ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে নানা ধরনের প্রকল্প পরিচালনা করছে উইকিপিডিয়া পরিচালনা সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন।



এরই অংশ হিসেবে গত বছর উগান্ডায় চালু হয় উইকিপিডিয়া জিরো প্রকল্প। এরই মধ্যে প্রকল্পটি সাউথ বাই সাউথওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) ২০১৩ পুরষ্কার পেয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও চালু হয়েছে উইকিপিডিয়া জিরো প্রকল্প। বাংলাদেশে বর্তমান বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন এ সুবিধা দিচ্ছে। অচিরেই গ্রামীণফোনও এ সেবা চালু করবে। এ বিষয়ের সামগ্রিক অবস্থা জানতে ঢাকায় এসেছেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের মোবাইল প্রোগ্রামের পরিচালক ক্যারোলিন স্লোয়েডার।

ঢাকার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুমোদিত স্থানীয় চ্যাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশ।

এ সম্মেলনে বিস্তারিত তথ্যউপাত্ত তুলে ধরেন ক্যারেলিন স্লোয়েডার। এ সময়ে উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান, কোষাধ্যক্ষ আলী হায়দার খান, নির্বাহী সদস্য শাবাব মোস্তাফা, তানভীর মোরশেদ, বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী হাছিব, নাসির খান সৈকত, বেসিস সহসভাপতি উত্তম কুমার পাল, গ্রামীণফোনের ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া বিভাগের প্রধান জাকিয়া জেরিন, বাংলালিংকের ভ্যাস বিভাগের শফিক শামসুর রাজ্জাক, রবির মার্কেট অপারেশন বিভাগের ব্যবস্থাপক তারেক মোহাম্মদ এনামুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সফরে ক্যারোলিন স্লোয়েডার বলেন, মোবাইল ফোনের মাধ্যমে সহজে বিনা মূল্যে উইকিপিডিয়ার তথ্য পাওয়ার সুবিধার্থে উন্নয়নশীল দেশগুলোর জন্য উইকিপিডিয়া জিরো প্রকল্প কাজ করছে। মুক্ত জ্ঞান সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবং বিনা মূল্যে তথ্য হাতের মুঠোয় পৌঁছে দেওয়াই এর প্রধান উদ্দেশ্য।

এ প্রকল্পের আওতায় বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে উইকিমিডিয়া ফাউন্ডেশন। ফলে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বিনা মূল্যে গ্রাহকদের উইকিপিডিয়া ব্যবহারের সুযোগ করে দেবে।

সম্মেলনে মুনির হাসান জানান, মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশ প্রায় তিন কোটি লোক এখন ইন্টারনেট ব্যবহার করছে। এদের বেশিরভাগই শিক্ষার্থী। তাদের মধ্যে বিনামূল্যে তথ্য ভান্ডার উন্মুক্ত করতে পারলে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠন সহজ হবে।

এরই মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য চালু হওয়া এ প্রকল্প সাড়া জাগিয়েছে। মূলত এ সেবা (m.wikipedia.org) এবং (zero.wikipedia.org) এ দুই সাইটের মাধ্যমে পাওয়া যায়। এ মুহূর্তে বাংলাদেশে বাংলালিংক, গ্রামীণফোন, রবি উইকিপিডিয়া জিরো প্রকল্পের সহযোগী হিসেবে কাজ করছে।

বাংলাদেশ সময় ২১১২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।