ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নভেম্বরের শেষে ‘নেক্সাস ফাইভ’ ভারতে

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৩
নভেম্বরের শেষে ‘নেক্সাস ফাইভ’ ভারতে

সপ্তাহ দুয়েক আগে গুগলের পঞ্চম প্রজন্মের অ্যান্ড্রয়েড নেক্সাস স্মার্টফোন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। গুগল প্লে স্টোর থেকে বর্তমানে কতিপয় দেশের কৌতুহলী গ্রাহকরা পণ্যটি সংগ্রহ করতে পারছে।



সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পণ্যটি অচিরেই ভারতে উন্মুক্ত হবে। বরাবরই নামকরা ব্র্যান্ডের সমস্ত প্রযুক্তিপণ্য ভারতে পৌঁছতে বিলম্ব হয়না। এবারেও ভিন্ন কিছু ঘটছেনা। কিন্তু এ মুহূর্তে যাদের অপেক্ষার ধৈর্য নেই তারা অবশ্য ভিন্ন পথে এর মালিক হতে পারছে। ভারতে গ্রে মার্কেট, জনপ্রয়ি কিছু ই-কমার্স সাইট পণ্যটি বিক্রি শুরু করেছে। তবে প্রশ্ন উঠছে চড়া দাম আর বিক্রোয়ত্তর সুবিধা নিয়ে। আগেও অ্যাপলের আইফোনসহ গুগল নেক্সাস স্মার্টফোনের কতিপয় হ্যান্ডসেট গ্রে মার্কেট মাতিয়েছিল। গ্রে মার্কেটে নেক্সাস ফাইভের দাম ৪১ হাজার রুপি।

তথ্য মতে, এ মাসের শেষে ভারতে অনুমোদিত মাধ্যমে পণ্যটি পাওয়া যাবে।

সেখানকার নামকরা ফ্লিপকার্ট ও স্ন্যাপডিল ইকমার্স সাইটে এখন পণ্যটির প্রি অর্ডার যাচ্ছে। কিস্তিতে ক্রয়ের সুবিধা দিচ্ছে সাইটগুলো। স্ন্যাপডিলের তালিকায় ১৬ জিবি ভার্সনের সাদা, কালো দুটি রঙই আছে। মজুতে থাকা সমস্ত পণ্য অপ্রত্যাশিতভাবে বিক্রি শেষ হয়েছে জানায় স্ন্যাপডিল।

ফ্লিপকার্ট তালিকায় রেখেছে সাদা রঙের ৩২ জিবি ভার্সনটি ।

উল্লেখ্য, গুগল প্লে স্টোর ১৬ জিবি ২৮ হাজার ৯৯৯ এবং ৩২ জিবি ৩২ হাজার ৯৯৯ রুপিতে বিক্রি করবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে প্লে স্টোর থেকে গ্রাহকরা ১৬ জিবি ৩৪৯ এবং ৩২ জিবি ৩৯৯ ডলারে কিনতে পারছে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৩
আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।